হোম পিছনে ফিরে যান

কিশোরগঞ্জে ২১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

banglanews24.com 2024/10/6

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজাসহ মো. জুয়েল (৩৬) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (৬ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জুয়েল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কাশির চর (উজান কাশির চর) এলাকার মৃত আ. জলিলের ছেলে।  

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান মারুফের নেতৃত্বে ডিবি পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন।

কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকাল সোয়া ৯টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার খিলপাড়া বাজার সংলগ্ন জেলখানা মোড়ের জামান রিফুয়েলিং ফিলিং স্টেশনের সামনে ভৈরব থেকে ময়মনসিংহগামী আঞ্চলিক মহাসড়কের ওপর অভিযান পরিচালনা করেন এসআই মাহমুদুলের নেতৃত্বে ডিবি পুলিশ সদস্যরা। এ সময় একটি নোহা মাইক্রোবাসসহ মাদককারবারি জুয়েলকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজতে থাকা ২১ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় জুয়েলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় জেলা পুলিশের মিডিয়া সেল।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

People are also reading