হোম পিছনে ফিরে যান

চট্টগ্রামে এবার ৩ লাখ ৬১ হাজার চামড়া সংগ্রহ

protidinersangbad.com 2024/6/29

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীসহ ১৬ উপজেলায় এবার ৩ লাখ ৬১ হাজার কোরবানি পশুর চামড়া সংগ্রহ করা হয়েছে। আড়তদার সূত্রে এ তথ্য জানা গেছে। এসব কাঁচা চামড়া লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা হয়েছে।

আড়তদাররা জানান, গতবারের চেয়ে এবার কিছুটা বাড়তি দামে চামড়া কিনেছেন তারা।

আড়তদার সমিতির তথ্য মতে, চলতি মৌসুমে ৩ লাখ ৬০ হাজার ৯৫০ পিস চামড়া সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে গরুর চামড়া ২ লাখ ৯৭ হাজার ১৫০ পিস। মহিষের চামড়া ১২ হাজার ২০০ পিস। ছাগলের চামড়া ৫১ হাজার ৬০০ পিস। ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দামে চামড়া না কিনলে লোকসানের আশঙ্কা করছেন আড়তদাররা।

তবে মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, বাণিজ্য মন্ত্রণালয় থেকে বেঁধে দেওয়া দরে চামড়া কিনেননি আড়তদাররা। অন্যান্য বছরের মতো এবার সিন্ডিকেট করে পানির দরে চামড়া কিনেছেন আড়তদাররা।

কম দামে চামড়া কেনার অভিযোগের বিষয়ে সভাপতি মুসলিম উদ্দিন বলেন, মৌসুমি ব্যবসায়ীরা বাড়ি বাড়ি ও বাসাবাড়ি থেকে চামড়া সংগ্রহ করেছেন। সেই চামড়া তিন-চার হাত ঘুরে আতুরার ডিপো এলাকার আড়তে আসে। কোরবানিদাতা থেকে আড়তে আসতে দাম অন্তত দু-তিন গুণ বেড়ে যায়।

বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া ব্যবসায়ী-আড়তদার সমিতির সভাপতি মো. মুসলিম উদ্দিন বলেন, এবার চট্টগ্রামে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চামড়া সংগ্রহ করা হয়েছে। দেশের সম্পদ নষ্ট হয়নি।

তিনি দাবি করেন, ছোট আকারের গরুর চামড়া ৩০০ থেকে ৪০০ টাকা, মাঝারি আকারের গরুর চামড়া ৫০০ থেকে ৬০০ টাকা এবং বড় আকারের গরুর চামড়া ৭০০ থেকে ৯০০ টাকা দরে কিনেছেন আড়তদাররা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

People are also reading