হোম পিছনে ফিরে যান

Heatstroke | আতঙ্কের নাম ‘হিটস্ট্রোক’, পারদ চড়তেই একে একে প্রাণ গেল ৭ জনের

uttarbangasambad.com 2024/5/19
ছবি: সংগৃহীত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমে প্রাণ ওষ্ঠাগত অবস্থা ভারতে। তীব্র তাপপ্রবাহে (Heatwave) পুড়ছে বাংলাদেশও (Bangladesh)। হিটস্ট্রোকে (Heatstroke) গত সাতদিনে বাংলাদেশে মৃত্যু হয়েছে ৭ জনের। এখনও হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন।

এক সপ্তাহ আগে থেকে সেখানে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সরকারি হাসপাতালে হিটস্ট্রোকের রোগীর তথ্য সংগ্রহ করা শুরু করে। ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সংগৃহীত তথ্যে হিটস্ট্রোকে সাতজনের মৃত্যু ও পাঁচজনের হাসপাতালে ভর্তির তথ্য পাওয়া গিয়েছে বলে জানা যায়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তির শরীরের তাপমাত্রা অনেক বেশি থাকে (৪০ ডিগ্রি সেলসিয়াস বা ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি), বমি বমি ভাব, শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়, হৃৎস্পন্দন বেড়ে যায়, ঘাম হতেও পারে আবার নাও পারে, ত্বক গরম ও শুষ্ক অথবা স্যাঁতসেঁতে থাকতে পারে। হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তির কথা জড়িয়ে যায়, এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গা, খুলনা, হবিগঞ্জ, রাজবাড়ি, ঝিনাইদহ, লালমনিরহাট ও বান্দরবানে একজন করে হিটস্ট্রোকে মারা যান। হিটস্ট্রোকে ভর্তি হওয়া পাঁচজনের মধ্যে দুজন মহিলা। তবে বেসরকারি হিসেব এর চেয়ে অনেক বেশি বলে মনে করা হচ্ছে।

এদিকে তীব্র গরমে পুড়ছে ভারতও। পশ্চিমবঙ্গ সহ দেশের চার রাজ্যে আগামী দু-তিন চূড়ান্ত সতর্কতা জারি করেছে মৌসম ভবন। পশ্চিমবঙ্গ ছাড়া বিহার, ওডিশা এবং অন্ধ্রপ্রদেশে তাপপ্রবাহের দাপট চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

People are also reading