হোম পিছনে ফিরে যান

ইউক্রেনকে ২.৩ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

banglatribune.com 2 দিন আগে

ইউক্রেনের জন্য শিগগিরই ২.৩ বিলিয়ন ডলারের একটি নতুন সামরিক সহায়তা ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২ জুন) পেন্টাগনে ইউক্রেনীয় প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভের সঙ্গে একটি বৈঠকের আগে এই কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এসময় ইউক্রেনের ন্যাটো সদস্যতার বিষয়ে ইতিবাচক মন্তব্যও করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

আগামী সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলনের কথা উল্লেখ করে অস্টিন বলেন, ‘ইউক্রেনের ন্যাটো সদস্যতার জন্য আমরা পদক্ষেপ নেব।’

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

রুশ বাহিনীর ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলা করতে আরও সামরিক সহায়তার জন্য মাসের পর মাস ধরে মিত্রদের আহ্বান জানিয়ে আসছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

অস্টিন জানিয়েছেন, সর্বশেষ এই সহায়তা প্যাকেজে ট্যাংক বিধ্বংসী অস্ত্র এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা থাকবে।

রুস্তম উমেরভের সঙ্গে বৈঠকের ঠিক আগে অস্টিন বলেন, ‘আমি গর্বিত যে, শিগগিরই যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ২.৩ বিলিয়ন ডলারের একটি নিরাপত্তা সহায়তা ঘোষণা করতে যাচ্ছে।’

এসময় তিনি আরও বলেন, ‘এই প্যাকেজে আরও মার্কিন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ট্যাংক বিধ্বংসী অস্ত্র এবং অন্যান্য গোলাবারুদ অন্তর্ভুক্ত থাকবে।’

২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ৫ নভেম্বরের প্রেসিডেনশিয়াল নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতলে ইউক্রেনের জন্য মার্কিন সহায়তার ভবিষ্যত কি হবে এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

গত সপ্তাহে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে ট্রাম্পের দুই প্রধান উপদেষ্টা তাকে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। সেটিতে বলা হয়, কিয়েভ মস্কোর সঙ্গে আলোচনায় বসতে না চাইলে মার্কিন সহায়তা বন্ধের হুমকি দেওয়া হবে।

People are also reading