হোম পিছনে ফিরে যান

গাজায় ইসরাইলি হামলায় বাস্তুচ্যুত ৬৫ হাজার মানুষ

boishakhionline.com 3 দিন আগে

প্রকাশিত: ২৯-০৬-২০২৪ ১৬:০০

আপডেট: ২৯-০৬-২০২৪ ১৬:০০

আন্তর্জাতিক ডেস্ক : গাজার শুজাইয়া এবং আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি স্থল হামলায় বাস্তুচ্যুত হয়েছে ৬৫ হাজার ফিলিস্তিনি। এর মধ্যে শুজাইয়ায় ৬০ হাজার ফিলিস্তিতি বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এসব এলাকার নারী-শিশুদের সুরক্ষার দাবি জানিয়েছে সংস্থাটি। এদিকে, গাজার মধ্যাঞ্চলে কঠিন প্রতিরোধের মুখোমুখি হচ্ছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি প্রতিরোধ গ্র“প আল-কুদস ব্রিগেডের যোদ্ধাদের গেরিলা হামলায় নিহত হয়েছে ৪ ইসরাইলি সেনা। 

ফিলিস্তিনের গাজার উত্তর ও দক্ষিণের পাশাপাশি মধ্যাঞ্চলের আবাসিক বাড়ি ও শরণার্থী শিবিরগুলোতে হামলা বাড়িয়েছে ইসরাইলি বাহিনী। তবে, এবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের ব্যাপক প্রতিরোধের মুখোমুখি হচ্ছে নেতানিয়াহু বাহিনী।

গাজার মধ্যাঞ্চলে শুজাইয়া এলাকায় স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি সেনার।  শুরুতে ট্যাংক নিয়ে পুরো এলাকায় তাণ্ডব চালায় তারা। এরপর ইসরাইলি বাহিনীকে প্রতিরোধে গেরিলা হামলা শুরু করে স্বাধীনতাকামী আল-কুদস ব্রিগেড। একের পর এক মোট ২৪টি হামলা চালায় যোদ্ধারা। তাদের পুঁতে রাখা বোমায় হতাহত হয় বেশ কয়েকজন ইসরাইলি সেনা। 

পাল্টাপাল্টি হামলার কারণে শুজাইয়া ছাড়ছেন বাসিন্দারা। জাতিসংঘের তথ্যমতে, গাজা শহরের শুজাইয়া এলাকায় বাস্তুচ্যুত হয়েছে ৬০ হাজার বাসিন্দা। এছাড়া, দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি অভিযানে ৫ হাজার মানুষ পালিয়ে গেছে। এসব এলাকার নারী-শিশুদের সুরক্ষার দাবি জানিয়েছে সংস্থাটি। সব মিলিয়ে গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখে। যা মোট জনসংখ্যার প্রায় সাত থেকে আট শতাংশ।

এদিকে, গাজা যুদ্ধের জেরে লেবাননের স্বশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কয়েকটি স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা। লেবাননে এভাবে অভিযান চালতে থাকলে ইসরাইলের সাথে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইরান। 

People are also reading