হোম পিছনে ফিরে যান

‘আনার হত্যার পর গিয়ে দেখি শোক নেই, এমপি হওয়ার প্রতিযোগিতা চলছে’

risingbd.com 2 দিন আগে
‘আনার হত্যার পর গিয়ে দেখি শোক নেই, এমপি হওয়ার প্রতিযোগিতা চলছে’
কালীগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান। ইনসেটে এমপি আনার

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার প্রতিবাদে আয়োজিত কোনো কর্মসূচিতে দেখা যায়নি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খানকে।

Google news
সংশ্লিষ্ট খবর

জানা যায়, এমপি আনারের বন্ধু ছিলেন আয়ুব হোসেন খান। দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছেন। তারপরও কেন আনার হত্যার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে নেই তিনি? এমন প্রশ্ন জেলার সর্বত্র। এ বিষয়ে জানার চেষ্টা করেছে রাইজিংবিডি ডটকম।

বুধবার (৩ জুলাই) রাইজিংবিডিকে দেওয়া এক সাক্ষাৎকারে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দশ নম্বর কাষ্টভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন খান এ বিষয়ে কথা বলেছেন।

তিনি বলেন, ‘আনার মারা যাওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ভূষণ স্কুল সড়কে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যাই। পরে আরও চার দিন যাই। তবে, সেখানে গিয়ে কোনো শোক দেখিনি। বরং দেখেছি, এমপি হওয়ার প্রতিযোগিতা চলছে।’

আয়ুব হোসেন খান বলেন, ‘আনার মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী শোক বার্তা দিয়েছেন। সে হিসেবে আমিও শোক ঘোষণা করেছি। ভূষণ সড়কের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও তিন দিন বুকে কালো ব্যাচ ধারণ করেছি। এটারও বিরোধিতা করা হয়েছে। যে এটা কেন করলো? সে কারণে আমি কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছি না।’ 

‘সেজন্য আনার হত্যার বিচার চাই না, বিষয়টি এমন নয়। অবশ্যই আনার হত্যার বিচার চাই।’ - যোগ করেন আওয়ামী লীগের এই নেতা।

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন এমপি আনার। ২২ মে ভারত ও বাংলাদেশের পুলিশ জানায়, এমপি আনার খুন হয়েছেন। এ ঘটনায় দুই দেশেই মামলা হয়েছে।

People are also reading