হোম পিছনে ফিরে যান

ইরানি প্রেসিডেন্টকে আরব নেতাদের অভিনন্দন

arthosuchak.com 2024/10/6

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন আরব দেশগুলোর নেতারা। শুক্রবার অনুষ্ঠিত রান-অফ বা দ্বিতীয় রাউন্ডের নির্বাচনে পেজেশকিয়ানকে বিজয়ী ঘোষণা করার পর আরব নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা শনিবার এক বার্তা পাঠিয়ে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান। একইভাবে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এক বার্তায় পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বাধীন ইরানের সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। ইরানের নিকটতম প্রতিবেশী আরব দেশ ইরাকের প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ এক শুভেচ্ছা বার্তায় বলেছেন, প্রতিবেশী দু’দেশের জনগণের স্বার্থে বাগদাদ তেহরানের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে চায়। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের শাসনামলে ইরাক-ইরান সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে আরো যেসব আরব নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন- কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমাদ আল-জাবের আস-সাবাহ, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি, ওমানের সুলতামন হাইসাম বিন তারিক, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মাদ বিন জায়েদ আলে নাহিয়ান, ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আস-সুদানি, ইরাকের স্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নিশেরভান বারাজানি এবং ওই অঞ্চলের প্রধানমন্ত্রী মাসুদ বারাজানি, লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরি, আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল মাজিদ তেবুন, ইয়েমেনের প্রধানমন্ত্রী আব্দুলআজিজ সালেহ বিন হাবতুর, ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাশাত, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম এবং সাবেক ইরাকি প্রেসিডেন্ট বাহরাম সালিহ। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

People are also reading