হোম পিছনে ফিরে যান

কোটা আন্দোলনের নামে শিক্ষার্থীরা সময় নষ্ট করছে: প্রধানমন্ত্রী

news24bd.tv 2024/10/6
কোটা আন্দোলনের নামে শিক্ষার্থীরা সময় নষ্ট করছে: প্রধানমন্ত্রী 

কোটা আন্দোলনের কোন যৌক্তিকতা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে। রোববার (৭ জুলাই) যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে গণভবনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বিএনপি জামাতের অত্যাচার নির্যাতন যেনো আর ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর যখন রাজপথের আন্দোলনে বিএনপি জামাত সরকারের পুলিশ নির্যাতন শুরু হয় তখন আত্মপ্রকাশ করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগ।

২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে পার হয়েছে ২২ বছর। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় এবং মহানগরের নেতাদের সাথে গণভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান।

এ সময় প্রতিষ্ঠা বার্ষিকীতে নিজ হাতে গড়া সংগঠন সৃষ্টির সংক্ষিপ্ত পটভূমি তুলে ধরে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুরু থেকেই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে যুব মহিলা লীগ।

প্রধানমন্ত্রী আরও বলেন, ভোট চুরির দায়ে রাষ্ট্রক্ষমতা ছাড়তে হয়েছিল খালেদা জিয়াকে। অর্ধেক জনগোষ্ঠী নারীর ক্ষমতায়নের ফলে দেশের অগ্রগতি। এ সময় যুব মহিলা লীগের নেত্রীদের সর্বজনীন পেনশনে যুক্ত হওয়ার আহ্বান জানান আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

People are also reading