হোম পিছনে ফিরে যান

নারিন ঝড়ে টেবিলের শীর্ষে কলকাতা

channelionline.com 2024/5/19

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আইপিএলে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১১ ম্যাচে আট জয়ে প্লে-অফ অনেকটাই নিশ্চিত করে ফেলেছে কেকেআর। সবশেষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৯৮ রানের বড় জয় পেয়েছে।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ঘরের মাঠে রোববার টসে জিতে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাটে পাঠান অধিনায়ক লোকেশ রাহুল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে কলকাতা। জবাবে ২৩ বল হাতে রেখে ১৩৭ রানে অলআউট হয় লক্ষ্ণৌ।

জয়ে রাজস্থানকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠেছে স্টার্ক-রাসেলদের দল, পয়েন্ট ১৬। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রাজস্থান এবং এক ম্যাচ বেশি খেলে ১২ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে চেন্নাই।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই হোঁচট খায় লক্ষ্ণৌ। ৭ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন ওপেনার কুলকার্নি। মার্কাস স্টয়নিসকে নিয়ে রান তুলতে থাকেন রাহুল। জয়ের জন্য তা পর্যাপ্ত ছিল না।

লক্ষ্ণৌর হয়ে সর্বোচ্চ ২১ বলে ৩৬ রান করেন স্টয়নিস এবং অধিনায়ক রাহুলের ব্যাটে আসে ২১ বলে ২৫ রান। বাকিদের কেউই কলকাতার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পারেননি। ১৬.১ ওভারে ১৩৭ রান তুলে গুটিয়ে যায় দলটি।

কলকাতার হয়ে হার্শিত রানা এবং বরুণ চক্রবর্তী তিনটি করে উইকেট নেন। আন্দ্রে রাসেল দুটি, মিচেল স্টার্ক এবং সুনীল নারিন একটি করে উইকেট শিকার করেন।

এর আগে, কলকাতার দুই ওপেনার সুনীল নারিন ও ফিল সল্টের তাণ্ডবে ৪.২ ওভারে ৬১ রান আসে।

জুটি ভেঙে ১৪ বলে ৩২ রান করে সল্ট আউট হলেও ঝড় থেমেনি নারিনের ব্যাটে। ৬ চার ও ৭ ছক্কায় ৩৯ বলে ৮১ রান করে ফেরেন ক্যারিবীয় তারকা।

নারিনের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন বাকিরাও। অংকৃষ রঘুবংশী ২৬ বলে ৩২, আন্দ্রে রাসেল ৮ বলে ১২ এবং রিংকু সিং ১১ বলে ১৬ রান করেন।

কলকাতার অধিনায়ক শ্রেয়াস আয়ারের ১৫ বলে ২৩ রানের সঙ্গে একটি ক্যামিও ইনিংস খেলেন রমনদীপ সিং। ৪১৬.৬৬ স্ট্রাইক রেটে ৬ বলে ২৫ রানের একটি ইনিংস খেলেন রমনদীপ। ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে ফেলে কলকাতা।

People are also reading