হোম পিছনে ফিরে যান

সিলেটে ডিবির অভিযান অব্যাহত, আটক ৭

jaijaidinbd.com 2024/10/6
ছবি-যায়যায়দিন

সিলেটে এসএমপি ডিবি পুলিশের চলমান বিশেষ অভিযানে তীর শীলংয়ের ৭ জন জুয়াড়ি ধরা পড়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুনের নেতৃত্বে গোয়েন্দা বিভাগের একটি বিশেষ টিম কোতোয়ালি মডেল থানাধীন পাঠানটুলা ফাহিমা ফার্নিচারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন, রইছ আলী(৬৪), মানোয়ার হোসেন(২৭), নূর ইসলাম(৪২), ইয়াসিন খা(৪৫), মোঃ আব্দুল মিয়া(২০), মোঃ মনির (২৫) ও রাসেল আহমেন(২৮)।

অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন জানান, ডিবি পুলিশ প্রায় ৮ মাস ধরে অভিযান চালিয়ে সিলেট নগরীর বিভিন্ন জুয়ার আস্তানা বন্ধ করে দিয়েছে। অনলাইন জুয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন দরিদ্র শ্রমজীবী মানুষেরা। তাই নগরীর তীর শীলংয়ের আস্তানাগুলোতে গোপন সংবাদের ভিত্তিতে খুঁজে বের করে ডিবি অভিযান চালিয়ে আসছে। আশা করি, এসএমপি থেকে জুয়া ৯০ ভাগ কমিয়ে আনতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ।

এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সিটিএসবি,মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এসএমপি ডিবির একাধিক টিম মাঠে সক্রিয় রয়েছে। জুয়া, অসামাজিক, চোরাচালান, মাদক উদ্ধার, বিশেষ মামলার আসামী গ্রেফতার, পরোয়ানাভুক্ত সন্ত্রাসী গ্রেফতারে এসএমপি ডিবি সফলতা দেখিয়েছে। নগরী নিরাপদ রাখতে ডিবি সবসময়ই টহলে আছে।

যাযাদি/ এম

People are also reading