হোম পিছনে ফিরে যান

ইউক্রেনের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার

latestbdnews.com 2 দিন আগে
rusia11

ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের পাঁচটি এসইউ-২৭ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে রাশিয়া। এছাড়া দুটি যুদ্ধবিমানের ব্যাপক ক্ষতি করেছে বলেও দাবি মস্কোর। মঙ্গলবার (২ জুন) ইউক্রেনের মধ্য পোলতাভা অঞ্চলের মিরহোরোদ বিমানঘাঁটিতে হামলা চালিয়ে এসব যুদ্ধবিমান ধ্বংস করা হয়। খবর রয়টার্সের।

ইউক্রেন তাদের বিমানঘাঁটিতে হামলা হয়েছে বলে স্বীকার করেছে। কিন্তু তারা বলছেন, রাশিয়া ক্ষয়ক্ষতির পরিমান বাড়িয়ে বলছে। তবে কী পরিমান ক্ষতি হয়েছে তাও স্পষ্ট করেনি কিয়েভ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার ফুটেজ প্রকাশ করেছে। যাতে দেখা যায়, একটি বিমানঘাঁটি থেকে ধোঁয়া ও আগুনের শিখা উড়ছে। তবে তা কবেকার ঘটনার ফুটেজ তা বলা হয়নি। মন্ত্রণালয় জানিয়েছে, ‘রাশিয়ার হামলার ফলে ইউক্রেনের পাঁচটি এসইউ-২৭ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

রাশিয়া ইউক্রেনের বিমানঘাঁটিগুলোকে হামলার লক্ষ্যবস্তু করেছে এমন সময়, যখন কিয়েভ প্রথমবারের মতো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান পেতে যাচ্ছে। এদিকে ইউক্রেনের বিমান বাহিনীর একজন কর্মকর্তা ইউরি ইহানাত স্বীকার করেছেন, মিরহোরোদে হামলা হয়েছে।

সোমবার রাতে এক ফেসবুক পোস্টে ইহানাত লিখেছেন, ‘আক্রমণ হয়েছে। কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে, কিন্তু শত্রুপক্ষ যতটা দাবি করছে ততটা নয়। সর্বোপরি, আগ্রাসন শুরুর সময় থেকেই তারা এসব করছে।’

এ বিষয়ে ইউক্রেনের সামরিক ব্লগাররা রিপোর্ট করেছেন যে, রাশিয়ার একটি ড্রোন বিমানঘাঁটির উপর দিয়ে উড়েছে; যার মাধ্যমে হামলা পরিচালনা করেছে মস্কো।

People are also reading