হোম পিছনে ফিরে যান

Sunita Williams | স্যাটেলাইট ব্রেক আপ! মহাকাশে আটকে সুনীতারা, এরপর?

uttarbangasambad.com 2024/7/6

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহাকাশ অভিযানে বিপত্তি। মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ায় সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে জরুরি আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, বুধবার মহাকাশ কক্ষপথে এই ত্রুটি ধরা পড়ে। নাসাকে একটি স্যাটেলাইট ব্রেক আপের কথা জানানো হয়। এরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মহাকাশচারীদের সুরক্ষিত আশ্রয় নেওয়ার কথা ঘোষণা করা হয়। মিশন কন্ট্রোলের সমস্ত ক্রু সদস্যদের নিজের মহাকাশযানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেইমতো সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোরও নিজেদের স্টারলাইনার ক্যাপসুলে আশ্রয় নেন। তবে তাৎক্ষণিক সমস্যার সমাধান হয় বলেও জানানো হয়েছে। এরপর ফের ক্রুদেরকে তাঁদের মহাকাশযান থেকে বেরিয়ে নিজেদের স্টেশনে স্বাভাবিক কাজকর্মে যোগ দিতে বলা হয়। আগামী ২ বা ৩ জুলাই সুনীতারা ফিরতে পারেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, সাত জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে International Space Station (ISS) পাড়ি দিয়েছিলেন সুনীতা উইলিয়ামস। উৎক্ষেপণের পরই তাঁদের মহাকাশযানে একাধিক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

People are also reading