হোম পিছনে ফিরে যান

আদানির দুই ইউনিটই চালু, আসছে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ

banglatribune.com 6 দিন আগে

ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটই উৎপাদনে এসেছে। সোমবার (১ জুলাই) ভোর ৫টায় একটি ইউনিট চালু হয়। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় আরেকটি ইউনিট চালু হয়েছে। দুই ইউনিট মিলিয়ে প্রায় ১ হাজার ৬০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ এখন জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

ভারতের ঝাড়খণ্ডে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়। কয়েক দিন থেকে কেন্দ্রটিতে আংশিক উৎপাদন হচ্ছিল। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানায়, রক্ষণাবেক্ষণের জন্য ঈদের ছুটিতে কেন্দ্রের প্রথম ইউনিটটির উৎপাদন বন্ধ করা হয়।

এদিকে কারিগরি ত্রুটির কারণে গত ২৫ জুন থেকেই দ্বিতীয় ইউনিটের উৎপাদন কমে যায়। উৎপাদন বাড়াতে কাজ করছিলেন প্রকৌশলীরা। কিন্তু গত শুক্রবার (২৮ জুন) সকাল পৌনে ১০টায় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এরপর সোমবার সকালে আদানির প্রথম ইউনিট আবার চালু হয়৷ এরপর আজ সন্ধ্যা দ্বিতীয় ইউনিটও চালু হয়েছে। রাত ৯টার খবর অনুযায়ী প্রথম ইউনিট থেকে ৭৬৫ দশমিক ৯৭ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৭৫৩ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে।

প্রসঙ্গত, তবে দেশের আবহাওয়া ভালো থাকায় অর্থাৎ বৃষ্টিতে তাপপ্রবাহ কমে আসায় বিদ্যুতের চাহিদা কমে আসায় বিদ্যুৎ ঘাটতির খুব একটা প্রভাব পড়েনি।

People are also reading