হোম পিছনে ফিরে যান

KKR News: আরসিবি ম্যাচের আগে কেকেআরের ৩ বড় চিন্তা! জেনে নিন বিস্তারিত

news18.com 2024/4/29

Kolkata Knight Riders: শুক্রবার কেকেআরের দ্বিতীয় ম্য়াচ। অ্যাওয়ে ম্য়াচে আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে নাইটরা। শুরু খেরেই পয়েন্ট তালিকায় ভাল জায়গায় থাকতে হলে অ্যাওয়ে ম্যাচ থেকে ২ পয়েন্ট দরকার।

News18 Bengali

01 07

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে হাইস্কোরিং ম্যাচে ৪ রানে জেতে কেকেআর।

News18 Bengali

02 07

প্রথম ম্যাচে ব্যাটিংয়ে বিধ্বংসী পারফরম্যান্স করেন আন্দ্রে রাসেল। এছাড়া ফিল সল্ট, রমনদীপ সিং, রিঙ্কু সিংরাও উল্লেখযোগ্য অবদান রাখেন ব্যাটিংয়ে। বোলিংয়ে নজর কাড়েন হর্ষিত রানা ও সুনীল নারিন।

News18 Bengali

03 07

শুক্রবার কেকেআরের দ্বিতীয় ম্য়াচ। অ্যাওয়ে ম্য়াচে আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে নাইটরা। শুরু খেরেই পয়েন্ট তালিকায় ভাল জায়গায় থাকতে হলে অ্যাওয়ে ম্যাচ থেকে ২ পয়েন্ট দরকার।

News18 Bengali

04 07

তবে আরসিবির বিরুদ্ধে নামার আগে তিনটি বিষয় চিন্তায় রেখেছে কলকাতা নাইট রাইডার্সকে। যেই সমস্যা দূর করতে না পারলে দ্বিতীয় ম্যাচে আরসিবির বিরুদ্ধে সমস্যা বাড়বে নাইটদের।

News18 Bengali

05 07

সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ৪ ওভারে বিনা উইকেটে ৫৩ রান খরচ করছিলেন মিচেল স্টার্ক। ১৯তম ওভারে খেয়েছিলেন চারটি ছয়। দলের প্রধান পেস বোলারের ফর্ম কিছুটা হলেও চিন্তায় রেখেছে কেকেআর ম্যানেজমেন্টকে। তবে আরসিবির বিরুদ্ধে ছন্দে ফিরত মরিয়া স্টার্ক।

News18 Bengali

06 07

এছাড়া কেকেআরের সমস্যা হল দলের টপ অর্ডার প্রথম ম্যাচে রান না পাওয়া। ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা ও শ্রেয়স আইয়াররা কেউ রান পানি। ফলে দ্বিতীয় ম্যাচে রান না পেলে চাপ বাড়বে কেকেআরের।

News18 Bengali

07 07

অপরদিকে, সিএসকের বিরুদ্ধে ছন্দে ছিলেন কোহলি। পঞ্জাবের বিরুদ্ধে চিন্নাস্বামীতে খেলেছেন লড়াকু ইনিংস। এছাড়া চিন্নাস্বামীতে কোহলির সাম্প্রতিক ফর্ম নজরকাড়া। ফলে কোহলিকে তাড়াতাড়ি আউট না করতে পারলে সমস্যা বাড়বে কেকেআরের।

  • First Published : March 29, 2024, 5:44 pm IST
  • 0107

    সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে হাইস্কোরিং ম্যাচে ৪ রানে জেতে কেকেআর।

  • 0207

    প্রথম ম্যাচে ব্যাটিংয়ে বিধ্বংসী পারফরম্যান্স করেন আন্দ্রে রাসেল। এছাড়া ফিল সল্ট, রমনদীপ সিং, রিঙ্কু সিংরাও উল্লেখযোগ্য অবদান রাখেন ব্যাটিংয়ে। বোলিংয়ে নজর কাড়েন হর্ষিত রানা ও সুনীল নারিন।

  • 0307

    শুক্রবার কেকেআরের দ্বিতীয় ম্য়াচ। অ্যাওয়ে ম্য়াচে আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে নাইটরা। শুরু খেরেই পয়েন্ট তালিকায় ভাল জায়গায় থাকতে হলে অ্যাওয়ে ম্যাচ থেকে ২ পয়েন্ট দরকার।

  • 0407

    তবে আরসিবির বিরুদ্ধে নামার আগে তিনটি বিষয় চিন্তায় রেখেছে কলকাতা নাইট রাইডার্সকে। যেই সমস্যা দূর করতে না পারলে দ্বিতীয় ম্যাচে আরসিবির বিরুদ্ধে সমস্যা বাড়বে নাইটদের।

  • 0507

    সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ৪ ওভারে বিনা উইকেটে ৫৩ রান খরচ করছিলেন মিচেল স্টার্ক। ১৯তম ওভারে খেয়েছিলেন চারটি ছয়। দলের প্রধান পেস বোলারের ফর্ম কিছুটা হলেও চিন্তায় রেখেছে কেকেআর ম্যানেজমেন্টকে। তবে আরসিবির বিরুদ্ধে ছন্দে ফিরত মরিয়া স্টার্ক।

  • 0607

    এছাড়া কেকেআরের সমস্যা হল দলের টপ অর্ডার প্রথম ম্যাচে রান না পাওয়া। ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা ও শ্রেয়স আইয়াররা কেউ রান পানি। ফলে দ্বিতীয় ম্যাচে রান না পেলে চাপ বাড়বে কেকেআরের।

  • 0707

    অপরদিকে, সিএসকের বিরুদ্ধে ছন্দে ছিলেন কোহলি। পঞ্জাবের বিরুদ্ধে চিন্নাস্বামীতে খেলেছেন লড়াকু ইনিংস। এছাড়া চিন্নাস্বামীতে কোহলির সাম্প্রতিক ফর্ম নজরকাড়া। ফলে কোহলিকে তাড়াতাড়ি আউট না করতে পারলে সমস্যা বাড়বে কেকেআরের।

 
People are also reading