হোম পিছনে ফিরে যান

তাইওয়ানের মাছ ধরার নৌকা জব্দ করেছে চীন

prothomalo.com 2024/10/5

এ বিষয়ে চীনা কোস্টগার্ডের মুখপাত্র লিউ দেজান বলেছেন, ‘নৌযানটি মাছ ধরার ওপর আরোপ করা নিষেধাজ্ঞার লঙ্ঘন করছে...সেইসঙ্গে নৌযানটি প্রবেশ নিষিদ্ধ ঘোষিত এলাকায় প্রবেশ করেছে।’

তাইওয়ানের নৌযানটি মাছ ধরতে অবৈধ যন্ত্রপাতি ব্যবহার করছিল বলেও জানিয়েছেন লিউ দেজান। বলেন, তারা ‘সমুদ্র মৎস সম্পদের ক্ষতি করছিল’।

চীন ও তাইওয়ানকে বিভক্ত করা ১১০ মাইল দীর্ঘ প্রণালিতে নিয়মিতই এ ধরনের ঘটনা ঘটে থাকে। তাইওয়ান নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও চীন এখনো দ্বীপরাষ্ট্রটিকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ বলে মনে করে। যারা একদিন পুনরায় চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একত্রিত হবে। তাইওয়ানের সঙ্গে তাইওয়ান প্রাণালিকেও চীন নিজেদের অর্থনৈতিক অঞ্চলভুক্ত বলে মনে করে। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের ওপর চীনের সামরিক চাপ অনেক বেড়ে গেছে।

People are also reading