হোম পিছনে ফিরে যান

এশিয়া কাপ ক্যারমে বাংলাদেশের প্রথম ব্রোঞ্জ পদক অর্জন

news24bd.tv 2024/5/19
এশিয়া কাপ ক্যারমে বাংলাদেশের প্রথম ব্রোঞ্জ পদক অর্জন

মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত এশিয়া কাপ ক্যারম চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বাংলাদেশ প্রথম ব্রোঞ্জ পদক অর্জন করেছে। একক ইভেন্টের সুইস লিগ পদ্ধতির খেলায় পদক জেতেন বাংলাদেশের হাফিজুর রহমান। খেলায় সাত রাউন্ড শেষে হাফিজের পয়েন্ট দাঁড়ায় ১২, যা ব্রোঞ্জ এনে দেয়। এই ইভেন্টে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় হেমায়েত মোল্লা ১১তম স্থান অর্জন করে।

সাত দেশের অংশ নেওয়া আসরে ১৪ পয়েন্ট নিয়ে ভারতের প্রশান্ত মোরে স্বর্ণপদক জিতেছেন। দুই পয়েন্ট কম ১২ তুলে রুপা জেতেন শ্রীলঙ্কার মোহাম্মদ শহিদ হিলমি। হাফিজের সমান ১২ পয়েন্ট হলেও নেট পয়েন্টের ভিত্তিতে রুপা জেতেন শহিদ।  

আসরে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় হেমায়েত মোল্লা ১০ পয়েন্ট পেয়ে ১১তম, মোহাম্মদ রবিন আলী ৮ পয়েন্ট পেয়ে ২৮তম, ৬ পয়েন্ট নিয়ে ফারজানা বানু ৪৩তম, সমান পয়েন্ট পেয়ে ৪৪তম স্থানে থাকেন বিপ্লব রায়। ৬ পয়েন্টে শামসুন্নাহার মাকসুদা ৫৬তম, একই পয়েন্টে আফসানা নাসরিন ৫৭ এবং ৪ পয়েন্ট পেয়ে ৭৫তম হন সাবিনা আক্তার।

সাফল্যের পর বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন বলেন, ‘২০১১ সালে দলগত বিভাগে রুপা জিতেছিল বাংলাদেশ। তবে এবারই প্রথম একক ইভেন্টে বাংলাদেশের কোনো খেলোয়াড় বৈশ্বিক আসরে ব্রোঞ্জপদক জিতলেন। এটা আমাদের নিয়মিত খেলা ও অনুশীলনের ফল। ’
news24bd.tv/আইএএম

People are also reading