হোম পিছনে ফিরে যান

যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া মার্কিন পরিকল্পনার নীতির সঙ্গে ‘সঙ্গতিপূর্ণ’

banglatribune.com 2024/6/26
হামাসের নেতা ইসমাইল হানিয়াহ। ছবি: রয়টার্স

গাজায় যুদ্ধবিরতি সম্পর্কিত সর্বশেষ প্রস্তাব নিয়ে হামাসের প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রবিবার (১৬ জুন) ঈদুল আজহা উপলক্ষে একটি টেলিভিশন ভাষণে গোষ্ঠীর নেতা ইসমাইল হানিয়াহ এই কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ভাষণে ফিলিস্তিনি কারাবন্দিদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তির কথা উল্লেখ করে হানিয়াহ বলেছেন, ‘হামাস ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলো একটি বিস্তৃত চুক্তির জন্য প্রস্তুত, যার মধ্যে একটি যুদ্ধবিরতি, উপত্যকা থেকে সেনা প্রত্যাহার, এবং গাজার পুনর্নির্মান চুক্তি অন্তর্ভুক্ত।’

৩১ মে ‘তিন ধাপের’ একটি ইসরায়েলি প্রস্তাবের কথা তুলে ধরেন বাইডেন। ওই প্রস্তাবে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনার পাশাপাশি ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তির কথা উল্লেখ ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে মিসর ও কাতারও সংঘাতে জড়িত হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করছে। ১১ জুন দেশগুলো বলেছিল, মার্কিন পরিকল্পনার নিয়ে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর কাছ থেকে প্রতিক্রিয়া পেয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানায়নি তারা।

যদিও ইসরায়েল বলেছিল, মার্কিন পরিকল্পনার মূল বিষয়গুলোই হামাস প্রত্যাখ্যান করেছে। তবে গোষ্ঠীটির এক সিনিয়র নেতা রয়টার্সকে বলেছেন, যে পরিবর্তনের অনুরোধ তারা করেছিল সেগুলো তেমন ‘তাৎপর্যপূর্ণ’ নয়।

People are also reading