হোম পিছনে ফিরে যান

ডনেস্কে দুটি ইউক্রেনীয় গ্রাম দখলের দাবি রাশিয়ার

newspostbd.com 3 দিন আগে

ডেস্ক রিপোর্ট:

পূর্বাঞ্চলীয় ডনেস্কে দুটি ইউক্রেনীয় গ্রাম দখলের দাবি করেছে রুশ সেনাবাহিনী। রবিবার (৩০ জুন) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, স্পিরনে ও নভোলেকসান্দ্রিভকা নামের দুটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে এক সংক্ষিপ্ত বিবৃতিতে রুশ মন্ত্রণালয় বলেছে, গ্রামগুলোর আশেপাশে রণক্ষেত্রে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে রাশিয়ার সেনারা।

ডনেস্কের পূর্বাঞ্চলে স্পিরনে গ্রামটি অবস্থিত। লুহানস্ক অঞ্চলের সীমান্তবর্তী গ্রাম এটি। আর স্পিরনে থেকে ১৩০ কিলোমিটার পশ্চিমে নভোলেকসান্দ্রিভকা গ্রামটির অবস্থান।

ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, গ্রামগুলো ঘিরে তুমুল লড়াই চলছে। তবে তারা গ্রামটি নিয়ন্ত্রণ হারানোর কথা জানায়নি।

২০২২ সালের শেষ দিকে রাশিয়া ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের যে চারটি অঞ্চলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে, সেগুলোর একটি হলো ডনেস্ক। যদিও চারটি অঞ্চল তাদের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণে নেই। জাতিসংঘের বেশিরভাগ দেশ রাশিয়ার এই ঘোষণাকে সমর্থন করেনি।

People are also reading