হোম পিছনে ফিরে যান

T20 World Cup: যশস্বী-গিল বাদ, বিশ্বকাপজয়ীর দলের তৃতীয় পেসারে রয়েছে চমক

aajkaal.in 2024/5/14
Sampurna Chakraborty | ২৮ এপ্রিল ২০২৪ ১৭ : ১৮

আজকাল ওয়েবডেস্ক: আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য যেকোনও সময় দল ঘোষণা করে দেওয়া হবে। দল ঘোষণার শেষ দিন ১ মে। হাতে মাত্র দু"দিন বাকি। হয়তো সোমবারই দল ঘোষণা করা হবে। শনিবার দিল্লিতে উপস্থিত ছিলেন বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগরকর। রবিবার রোহিতের সঙ্গে আরও একপ্রস্থ বৈঠক হবে। তারপর সোমবার বা মঙ্গলবার টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। তার আগে বিশেষজ্ঞরা তাঁদের পছন্দের দল বেছে নিচ্ছে। তেমনই নিজের দল ঘোষণা করলেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত। আশ্চর্যজনক বিষয় হল, শুভমন গিল এবং যশস্বী জয়েসওয়ালের নাম নেই তাঁর দলে। শ্রীকান্তের দলের দুই ওপেনার রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তিন নম্বরে সূর্যকুমার যাদব। চার এবং পাঁচে যথাক্রমে শিবম দুবে ও কেএল রাহুল। ছয়ে হার্দিক পাণ্ডিয়া। তাঁর দলের দুই স্পিনার কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা। তাঁর পছন্দের তিন পেসার আবেশ খান, অর্শদীপ সিং এবং যশপ্রীত বুমরা। রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল এবং টি নটরাজনকে রিজার্ভে রেখেছেন শ্রীকান্ত। আরও একটি আশ্চর্যের বিষয় হল, তাঁর দলে নিশ্চিতভাবে জায়গা পাননি ঋষভ পন্থ বা সঞ্জু স্যামসনের মধ্যে একজন। বর্তমান পরিস্থিতি অনুযায়ী দলে পন্থের জায়গা পাকা। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে অগ্রাধিকার পেতে পারেন কেএল রাহুল। তবে আবেশ খানকে তৃতীয় পেসার হিসেবে নেওয়া অবাক করার মতো সিদ্ধান্ত। কারণ আইপিএলে ফর্মে নেই তিনি। কোনওভাবেই দলে জায়গা পাওয়া উচিত নয়। 

People are also reading