হোম পিছনে ফিরে যান

Weather Report | রাজ্যজুড়ে ভারী বৃষ্টি! রথযাত্রায় কেমন থাকবে আবহাওয়া?

uttarbangasambad.com 3 দিন আগে
weather-update-in-west-bengal
ছবি: সংগৃহীত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা সক্রিয়। একই সঙ্গে বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। যা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত অক্ষরেখা সক্রিয় রয়েছে। এর প্রভাবেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস।

সপ্তাহজুড়ে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার পর্যন্ত অতিভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে রবিবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে।

শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়াবদলের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। এরপর সাময়িকভাবে বৃষ্টিপাত কমতে পারে। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৮৯ শতাংশ। শনিবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে সেই সম্ভাবনাও কমবে। তবে আপাতত শহর কলকাতার তাপমাত্রা খুব একটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম।

People are also reading