হোম পিছনে ফিরে যান

ইউক্রেনের একাধিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার

banglatribune.com 2 দিন আগে

ইউক্রেনের মধ্যাঞ্চলে মিরহোরদ বিমানঘাঁটিতে হামলা চালিয়ে ইউক্রেনের বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার (২ জুলাই) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করে রুশ বিমানবাহিনীর হামলার একটি ফুটেজ প্রকাশ করেছে। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে দাবি করেছে, পোলতাভা অঞ্চলের মিরহোরদ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মস্কোর দাবি, এই হামলায় ইউক্রেনের পাঁচটি সক্রিয় এসইউ-২৭ যুদ্ধবিমান ধ্বংস এবং মেরামতের জন্য রাখা আরও দুটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। ধারণা করা হচ্ছে ভিডিওটি ড্রোন দিয়ে ধারণ করা হয়েছে। এতে একটি বিস্ফোরণ দেখা গেছে।

নিউজউইক স্বতন্ত্রভাবে এই ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি। ইউক্রেনের বিমানবাহিনীর একজন মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

নাসার ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম পোলতাভার একটি স্থানে আগুনের উপস্থিতি দেখিয়েছে। যা মিলে গেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওর ঘাঁটির সঙ্গে।

রাশিয়া ও ইউক্রেন উভয়ই পরস্পরের বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ যুদ্ধবিমানকে নিয়মিত নিশানা করে হামলা চালিয়ে আসছে। রাশিয়ার অভ্যন্তরীণ বিমানঘাঁটি এবং ক্রিমিয়া উপদ্বীপে অবস্থিত ঘাঁটিগুলোতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালিয়ে আসছে ইউক্রেন।

এর আগেও মিরহোরদ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ২০২৩ সালের জুনে মস্কো এই ঘাঁটির অবকাঠামোতে আঘাত হানে। এতে নির্দিষ্ট কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণের শুরুতেও ঘাঁটিটিতে হামলা করেছিল রাশিয়া।

ইউক্রেনের বিমান বাহিনীর সাবেক মুখপাত্র ইউরি ইগ্নাত সামাজিক যোগাযোগমাধ্যমে মিরহোরদ বিমানঘাঁটিতে রাশিয়ার হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কিছু ক্ষতি হয়েছে। তবে শত্রু যা দাবি করছে তেমন নয়।

তিনি বলেছেন, ইউক্রেনের বিমানবাহিনী শত্রুকে প্রতিহত করতে এবং বিভ্রান্ত করতে সবকিছু করছে। এটি একটি যুদ্ধ এবং দুঃখজনকভাবে সরঞ্জামের ক্ষতি অস্বাভাবিক নয়।

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টা সম্পর্কে তথ্যের উৎস হিসেবে প্রায়ই ব্যবহৃত হওয়া কয়েকজন রুশ সামরিক ব্লগার বলেছেন, দুটি ইউক্রেনীয় এসইউ-২৭ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং আরও চারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেন এই মাসেই যুক্তরাষ্ট্রের তৈরি প্রথম ব্যাচের এফ-১৬ যুদ্ধবিমান পাবে বলে ধারণা করা হচ্ছে। জুন মাসে একজন সিনিয়র ইউক্রেনীয় কমান্ডার বলেছিলেন, কিয়েভ কিছু অনুদানপ্রাপ্ত বিমান ইউক্রেনের বাইরে ‘নিরাপদ বিমানঘাঁটিতে’ মোতায়েন রাখবে, যাতে করে সেগুলো রুশ নিশানায় পরিণত না হয়।

People are also reading