হোম পিছনে ফিরে যান

টাঙ্গাইলে বন্যা আতঙ্ক, ২৪ ঘণ্টায় যমুনার পানি বেড়েছে ৩৩ সেন্টিমিটার

rtvonline.com 3 দিন আগে
টাঙ্গাইলে বন্যা আতঙ্ক, ২৪ ঘণ্টায় যমুনার পানি বেড়েছে ৩৩ সেন্টিমিটার

উজান থেকে নেমে আসা ঢল ও ভারি বর্ষণে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর পানি ৩৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়াও ঝিনাই নদীর পানি বিপদসীমার ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে ও ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার ১৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে অন্যান্য নদ-নদীর পানিও।

মঙ্গলবার (২ জুলাই) সকালে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিকে পানি বৃদ্ধির ফলে জেলার টাঙ্গাইল সদর, কালিহাতী ও ভূঞাপুর উপজেলার নিচু এলাকায় পানি প্রবেশ করেছে। নষ্ট হয়ে যাচ্ছে পাট, তিলসহ বিভিন্ন ধরনের সবজি। দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। জেলার কয়েকটি জায়গায় দেখা দিয়েছে ভাঙন। হুমকিতে রয়েছে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসাসহ না স্থাপনা।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে যমুনা, ঝিনাই, ধলেশ্বরীসহ সবকটি নদীর পানি বাড়ছে। তবে বড় ধরনের কোনো বন্যার সম্ভাবনা নেই।’

People are also reading