হোম পিছনে ফিরে যান

ইতালিতে পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে নির্যাতনকারী চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি চায় ভুক্তভোগীরা

bssnews.net 2024/10/5

মাদারীপুর, ৫ জুলাই, ২০২৪ (বাসস): ইতালিতে পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে নির্যাতনকারী মানবপাচার চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জেলার ডাসারের নির্যাতিত ভুক্তভোগীরা।
ডাসার উপজেলার পশ্চিম বালি গ্রামের বেশ কয়েকজন যুবককে ইতালি নেয়ার কথা বলে লিবিয়া পাঠায় মানবপাচার চক্রের সদস্য মিলন মাতুব্বর (৪০)। চক্রটি যুবকদেরকে ওখানে আটকে রেখে অমানবিক নির্যাতনের পর পরিবারের কাছ থেকে লাখ-লাখ টাকা হাতিয়ে নেয়।
সম্প্রতি নির্যাতিত ভুক্তভোগী রাজীবসহ অন্যরা দেশে আসেন। পরে গত মঙ্গলবার ডাসার উপজেলার পশ্চিম বালিগ্রামের আব্দুল সালামের ছেলে রাজীব হোসেন (২৮) মানবপাচার চক্রের মিলন মাতুব্বরকে প্রধান আসামি করে ডাসার থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতার মিলন মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের মো. শাজা মাতুব্বরের ছেলে। এর আগে বুধবার রাতে নিজবাড়ি থেকে মিলনকে রাজৈর থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করে ডাসার থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে তোলা হলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অভিজিৎ চৌধুরী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নির্যাতনকারী চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি চায় ভুক্তভোগীরা। তারা বলেন- এই ঘটনার কঠিন বিচার হওয়া উচিৎ।
মাদারীপুর আদালতের পুলিশ পরিদর্শক মো. শাহজাহান মিঞা জানান, মানবপাচার মামলায় আসামি মিলন মাতুব্বরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পরে পুলিশের সহযোগিতায় আদালত থেকে মিলনকে কারাগারে নেয়া হয়।

People are also reading