হোম পিছনে ফিরে যান

সড়ক দুর্ঘটনায় মাদরাসা সুপার নিহত

desh.tv 3 দিন আগে

নওগাঁর মহাদেবপুরে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনা আনোয়ার হোসেন (৫৭) নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন।

সোমবার (১ জুলাই) বিকেলে উপজেলার বালুকাপাড়া মন্ডবতলী নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন উপজেলা সদরের দুলালপাড়ার বাসিন্দা ও সারতা নোমানিয়া দাখিল মাদরাসার সুপার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে তার বাড়ির অদূরে বালুকাপাড়া মন্ডবতলীতে রাস্তা পার হওয়ার সময় একটি অটো তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে রাস্তার মধ্যেই মারা যান তিনি।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, সড়ক দুর্ঘটনায় মাদরাসা সুপার মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশ পাঠানো হয়েছে।

আরএ

People are also reading