হোম পিছনে ফিরে যান

জুনে তিন বছরের মধ্যে সর্বোচ্চ ২৫৪ কোটি ডলার প্রবাসী আয়

channelionline.com 2024/10/6

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সদ্য বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরের শেষ মাস অর্থাৎ জুনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে ২৫৪ কোটি মার্কিন ডলার যা গত তিন বছরে সর্বোচ্চ। এর আগে ২০২০ সালের জুলাইয়ে ২৫৯ কোটি ডলার রেমিটেন্স এসেছিল দেশে। 

সোমবার ১ জুলাই বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২১৯ কোটি ডলার। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে মোট প্রবাসী আয় এসেছে ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ৬৬ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীরা বেশি অর্থ পাঠানোয় জুনে প্রবাসী আয় বেড়েছে।

উল্লেখ্য, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছে ২১০ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২১৬ কো‌টি ৬০ লাখ ডলার, মার্চ মাসে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার, এপ্রিলে আসে ২০৪ কোটি ৪২ লাখ ডলার এবং মে মাসে এসেছে ২২৫ কোটি ডলার।

People are also reading