হোম পিছনে ফিরে যান

Bengali Actress Tragic Life: মাত্র ১৫-এ বিয়ে, মেয়ের মৃত্যু হয়েছে চোখের সামনে! বিনোদ খান্নার নায়কোচিত চেহারায় ছিলেন মত্ত, কে বলুন তো বাঙালি নায়িকা!

news18.com 2024/5/15

Bengali Actress Tragic Life: ৭০ দশকের এই অভিনেত্রী শুধু অভিনয় দিয়ে নয়, সৌন্দর্য দিয়েও মানুষের মনে রাজত্ব করতেন। তিনি যখন কাঁদতেন, প্রেক্ষাগৃহের দর্শরাও কাঁদত।

News18 Bengali

01 11

৭০ দশকের এই অভিনেত্রী শুধু অভিনয় দিয়ে নয়, সৌন্দর্য দিয়েও মানুষের মনে রাজত্ব করতেন। তিনি যখন কাঁদতেন, প্রেক্ষাগৃহের দর্শরাও কাঁদত। যখনই তিনি হাসতেন, থিয়েটার করতালিতে ফেটে পড়ত। তার সময়ে তিনি অনেক হিট ছবিতে কাজ করেছেন।

News18 Bengali

02 11

সুন্দর মুখ এবং সুন্দর হাসির সেই অভিনেত্রী হলেন মৌসুমী চট্টোপাধ্যায়। ধর্মেন্দ্র, জিতেন্দ্র এবং বিনোদ খান্নার মতো বড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন। খুব অল্প বয়সেই তাঁর বিয়ে হয়।

News18 Bengali

03 11

মৌসুমী মাত্র ১৫ বছর বয়সে বিয়ে করেছিলেন এবং ১৮ বছর বয়সে তাঁর প্রথম সন্তানের জন্ম হয়। এর পরই তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। তিনি দেবানন্দের বড় ভক্ত ছিলেন। আজও তিনি দেবানন্দের প্রতি মুগ্ধ।

News18 Bengali

04 11

মৌসুমী ৭০-৮০ দশকের সুপারস্টার বিনোদ খান্নার জন্য পাগল ছিলেন। কপিল শর্মার শো-তে কপিল তাঁকে জিজ্ঞেস করেছিলেন, সেই যুগে সবচেয়ে সুদর্শন অভিনেতা কে?

News18 Bengali

05 11

মৌসুমী বলেছিলেন, বিনোদ খান্নার মতো সুদর্শন আর কেউ ছিলেন না, তাঁর চেহারা আসলে একজন নায়কের মতো ছিল, তিনি ছিলেন সেই যুগের সবচেয়ে সুদর্শন অভিনেতা।

News18 Bengali

06 11

অভিনয়ের পাশাপাশি মৌসুমী তাঁর চনমনে এবং সাহসী স্বভাবের জন্যও পরিচিত। ‘ঘায়েল’ ছবির সেটে একটু দেরিতে আসায় ধর্মেন্দ্রর ছেলে সানি দেওলকে বকুনি দিয়েছিলেন।

News18 Bengali

07 11

মৌসুমী নিজের শর্তে কাজ করতেন। রেখার সঙ্গে ১৯৭৮ সালের ‘ভোলা-ভালা’ ছবিতে কাজ করেছিলেন এবং ছবির শিরোনামে মৌসুমীর আগে রেখার নাম ছিল। এতে তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি প্রকাশ্যে রেখাকে নিয়ে সমালোচনা করেছিলেন।

News18 Bengali

08 11

৭৬ বছরের সেই বর্ষীয়ান বাঙালি অভিনেত্রীর ব্যক্তিগত জীবন খুবই কষ্টের। হেমন্ত কুমারের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়।

News18 Bengali

09 11

কম বয়সে বিয়ে হওয়ায় অন্তঃসত্ত্বাও হন তাড়াতাড়িই। মৌসুমী দুই কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন। পায়েল চট্টোপাধ্যায় ও মেঘা চট্টোপাধ্যায়।

News18 Bengali

10 11

কিন্তু ২০১৯ সালে পায়েলের মৃত্যু হয়। ছোট থেকে ডায়াবেটিসে ভুগতেন তিনি। ২০১৭ সাল থেকে কোমায় ছিলেন।

News18 Bengali

11 11

সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে দীপিকা পাড়ুকোনের মাসির চরিত্রে অভিনয় করে ফের দর্শকদের মনজয় করেছিলেন মৌসুমী। কিন্তু তার পরেই মেয়ের মৃত্যু। এর পর থেকে তাঁকে আর তেমন ভাবে পর্দায় দেখা যায়নি।

  • First Published : April 28, 2024, 6:09 pm IST
  • 0111

    ৭০ দশকের এই অভিনেত্রী শুধু অভিনয় দিয়ে নয়, সৌন্দর্য দিয়েও মানুষের মনে রাজত্ব করতেন। তিনি যখন কাঁদতেন, প্রেক্ষাগৃহের দর্শরাও কাঁদত। যখনই তিনি হাসতেন, থিয়েটার করতালিতে ফেটে পড়ত। তার সময়ে তিনি অনেক হিট ছবিতে কাজ করেছেন।

  • 0211

    সুন্দর মুখ এবং সুন্দর হাসির সেই অভিনেত্রী হলেন মৌসুমী চট্টোপাধ্যায়। ধর্মেন্দ্র, জিতেন্দ্র এবং বিনোদ খান্নার মতো বড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন। খুব অল্প বয়সেই তাঁর বিয়ে হয়।

  • 0311

    মৌসুমী মাত্র ১৫ বছর বয়সে বিয়ে করেছিলেন এবং ১৮ বছর বয়সে তাঁর প্রথম সন্তানের জন্ম হয়। এর পরই তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। তিনি দেবানন্দের বড় ভক্ত ছিলেন। আজও তিনি দেবানন্দের প্রতি মুগ্ধ।

  • 0411

    মৌসুমী ৭০-৮০ দশকের সুপারস্টার বিনোদ খান্নার জন্য পাগল ছিলেন। কপিল শর্মার শো-তে কপিল তাঁকে জিজ্ঞেস করেছিলেন, সেই যুগে সবচেয়ে সুদর্শন অভিনেতা কে?

  • 0511

    মৌসুমী বলেছিলেন, বিনোদ খান্নার মতো সুদর্শন আর কেউ ছিলেন না, তাঁর চেহারা আসলে একজন নায়কের মতো ছিল, তিনি ছিলেন সেই যুগের সবচেয়ে সুদর্শন অভিনেতা।

  • 0611

    অভিনয়ের পাশাপাশি মৌসুমী তাঁর চনমনে এবং সাহসী স্বভাবের জন্যও পরিচিত। ‘ঘায়েল’ ছবির সেটে একটু দেরিতে আসায় ধর্মেন্দ্রর ছেলে সানি দেওলকে বকুনি দিয়েছিলেন।

  • 0711

    মৌসুমী নিজের শর্তে কাজ করতেন। রেখার সঙ্গে ১৯৭৮ সালের 'ভোলা-ভালা' ছবিতে কাজ করেছিলেন এবং ছবির শিরোনামে মৌসুমীর আগে রেখার নাম ছিল। এতে তিনি এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি প্রকাশ্যে রেখাকে নিয়ে সমালোচনা করেছিলেন।

  • 0811

    ৭৬ বছরের সেই বর্ষীয়ান বাঙালি অভিনেত্রীর ব্যক্তিগত জীবন খুবই কষ্টের। হেমন্ত কুমারের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়।

  • 0911

    কম বয়সে বিয়ে হওয়ায় অন্তঃসত্ত্বাও হন তাড়াতাড়িই। মৌসুমী দুই কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন। পায়েল চট্টোপাধ্যায় ও মেঘা চট্টোপাধ্যায়।

  • 1011

    কিন্তু ২০১৯ সালে পায়েলের মৃত্যু হয়। ছোট থেকে ডায়াবেটিসে ভুগতেন তিনি। ২০১৭ সাল থেকে কোমায় ছিলেন।

  • 1111

    সুজিত সরকারের ‘পিকু’ ছবিতে দীপিকা পাড়ুকোনের মাসির চরিত্রে অভিনয় করে ফের দর্শকদের মনজয় করেছিলেন মৌসুমী। কিন্তু তার পরেই মেয়ের মৃত্যু। এর পর থেকে তাঁকে আর তেমন ভাবে পর্দায় দেখা যায়নি।

People are also reading