হোম পিছনে ফিরে যান

রুপালি জগতের খসেপড়া তারকা

dainiksylhet.com 2024/5/19

দর্শক হৃদয়ে দাগ কাটলেও নিজেদের সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি। একসময় তারা চলে যান আড়ালে। এমনই কয়েকজন অভিনেত্রী হলেন

পপি

প্রায় চার বছর হলো নতুন ছবিতে নেই চলচ্চিত্রের সফল নায়িকা পপি। সাধারণ ভক্ত তো দূরের কথা, খোদ সিনেমার মানুষও জানেন না, পপি কোথায় আছেন, কেমন আছেন! গুঞ্জন শোনা যায় তিনি বিয়ে করে সংসারী হয়েছেন। সন্তানও এসেছে তার কোলে। তাই স্বামী, সংসার আর সন্তানকে নিয়েই কাটছে তার জীবন। কিন্তু কেউই পপি সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেন না। ১৯৯৭ সালের সুপারহিট সিনেমা ‘কুলি’ দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে পপির। এরপর সমসাময়িক প্রায় সব জনপ্রিয় নায়কের সঙ্গে কাজ করেছেন তিনি। ‘কারাগার’, ‘মেঘের কোলে রোদ’ ও ‘গঙ্গাযাত্রা’ সিনেমাগুলোর জন্য তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এর মধ্যে ২০২২ সালের জানুয়ারিতে আড়াল ভেঙে হঠাৎ একটি ভিডিও বার্তা দেন পপি। ৫ মিনিট ৩৪ সেকেন্ডের সেই ভিডিওতে তিনি বলেছিলেন, ‘ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসব না। কিন্তু একজন শিল্পী হিসেবে এবং নিজের কিছু দায়বদ্ধতার জায়গা থেকে আজকে কিছু কথা না বললেই নয়। দীর্ঘ ২৬ বছর ইন্ডাস্ট্রিতে সুনামের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। আজকে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছি, আজ আমি কোথায়! আমি আছি আপনাদের মাঝেই, হয়তো ভাগ্য থাকলে আবারও ফিরব।’

আয়না

‘তুমি চাঁদের জোছনা নও’ গানটি নব্বইয়ের দশকের সুপারহিট ছবি হৃদয়ের আয়নার (১৯৯৭)। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন। গানটিতে ঠোঁট মেলান রিয়াজ ও আয়না। ছবির নামের সঙ্গে নায়িকার নামের এমন মিল বিরল নয়। হৃদয়ের আয়না আয়নার প্রথম ছবি। গানবহুল ছবিটি পায় দর্শকপ্রিয়তা। কিন্তু আয়না ছবিটির সাফল্য পুঁজি করে বহুদূর যেতে পারেননি। বলতে গেলে প্রথম ছবির পরই তিনি হারিয়ে যান।

রাবিনা

‘পড়ে না চোখের পলক’ গানটি প্রাণের চেয়ে প্রিয় (১৯৯৭) ছবির। গানটি এন্ড্রু কিশোরের গাওয়া অগণিত গানের মধ্যে জনপ্রিয়তায় প্রথম দিকে। গানটিতে ঠোঁট মেলান রিয়াজ। আর এ গানের নায়িকা রাবিনা। তাকে মুম্বাই থেকে ছবির পরিচালক মুহম্মদ হাননান ঢাকায় নিয়ে আসেন। প্রাণের চেয়ে প্রিয়র গানগুলো দর্শক-শ্রোতারা সাদরে গ্রহণ করেন। ছবিটিও গানের ওপর ভর করে সুপারহিট হয়ে যায়। কিন্তু নায়িকার সৌন্দর্য দর্শকদের মনে ধরেনি। পরে রাবিনাকে নিয়ে আরও একটি ছবি নির্মাণ করেন হাননান। সাবধান নামের অ্যাকশন ছবিটি বেশি সাড়া জাগায়নি। রাবিনা যেভাবে হুট করে এসেছিলেন, সেভাবেই হুট করে মিলিয়ে গেছেন।

তামান্না

১৯৯৫ সালে আফজাল হোসেনের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার মধ্য দিয়ে মিডিয়ায় অভিষেক ঘটে চিত্রনায়িকা তামান্নার। তার অভিনীত প্রথম চলচ্চিত্র সাইফুল আজম কাশেম পরিচালিত ‘ত্যাজ্যপুত্র’। এতে তার নায়ক ছিলেন বাপ্পারাজ। প্রথম ছবিতেই নজর কেড়েছিল তার অভিনয়। এরপর শহিদুল ইসলাম খোকন পরিচালিত ‘ভণ্ড’ সিনেমায় কুংফু হিরো রুবেলের বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তামান্না। তার অভিনীত শেষ সিনেমা ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘পাগল তোর জন্য রে’। এরপর হঠাৎই দেশ ছেড়ে, অভিনয় ছেড়ে সুইডেনে পাড়ি জমান নায়িকা। স্বামী নিয়ে স্থায়ীভাবে সেখানেই বসবাস করছেন।

রত্না

২০০২ সালে ক্লাস সেভেনে পড়া অবস্থায় ‘কেন ভালোবাসলাম’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান রত্না। নায়ক ছিলেন ফেরদৌস। একই বছর কাজী হায়াৎ পরিচালিত ‘ইতিহাস’ ছবিতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করে সবার নজরে আসেন এই নায়িকা। প্রায় ৫০টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০১৫ সালে হঠাৎই ধস নামে রত্নার ক্যারিয়ারে। সে ধসেই হারিয়ে যান সম্ভাবনাময় এই নায়িকা।

একা

পরিচালক কাজী হায়াতের ‘তেজী’ এবং ‘ধর’সহ বেশ কয়েকটি ছবিতে নায়ক মান্নার বিপরীতে তাকে দেখা গিয়েছিল। সে সময় এ জুটিকে বেশ গ্রহণ করেছিল দর্শক। কিন্তু নায়ক মান্না মারা যাওয়ার পর একাধিক নায়কের সঙ্গে অভিনয় করলেও নিজেকে আর মেলে ধরতে পারেননি। দীর্ঘদিন তিনি অভিনয় থেকে দূরে। ছোট-বড় কোনো পর্দাতেই তার দেখা নেই।

ইরিন জামান

১৯৯৯ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ ছবির মাধ্যমে পর্দায় আসেন। নায়ক ছিলেন বর্তমান সুপারস্টার শাকিব খান। দুজনেরই প্রথম ছবি ছিল এটি। ওই ছবিতেই যা একটু নজর কেড়েছিলেন চিত্রনায়িকা মৌসুমীর এই ছোট বোন। এরপর বেশ কয়েকটি ছবিতে তাকে দেখা গেলেও সফলতা পাননি। প্রথম ছবির নায়ক শাকিব চলচ্চিত্রে রাজ করলেও হারিয়ে গেছেন ইরিন। স্বামী-সন্তান নিয়ে বর্তমানে তিনি বাস করছেন যুক্তরাষ্ট্রের আটলান্টায়।

শাকিবা

চিত্রনায়িকা শাকিবা বিনতে আলী। এখন পর্যন্ত তার অভিনীত প্রায় ৪০টির বেশি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু প্রায় ৭ বছর ধরে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন একসময়ের সুপারহিট চিত্রনায়িকা। শাকিবার অভিষেক হয়েছিল মমতাজুর রহমান আকবরের ‘জীবনের গ্যারান্টি নাই’ ছবির মাধ্যমে। আমিন খানের বিপরীতে প্রথম ছবিই সুপারহিট হয়। এরপর অনেকগুলো ছবিতে কাজ করেছেন। যেমন- ‘ভণ্ড নেতা’, ‘বাঁচাও দেশ’, ‘মাঝির ছেলে ব্যারিস্টার’, ‘রূপান্তর’, ‘দুর্ধর্ষ’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘এক জবান’, ‘মাটির ঠিকানা’।

লিমা

১৯৯৪ সালের শেষের দিকে জীবন রহমান পরিচালিত প্রেম যুদ্ধ ছবিতে সালমানের সঙ্গে জুটি বাঁধেন লিমা। পরের বছর দেলোয়ার জাহান ঝন্টুর কন্যাদান ছবিতেও দেখা যায় এই জুটিকে। কিন্তু চিত্রনায়িকা লিমা পরে একেবারেই হারিয়ে যান চিত্রজগৎ থেকে।

সাহারা

২০০৪ সালে ‘রুখে দাঁড়াও’ চলচ্চিত্রের মাধ্যমে চিত্রজগতে আত্মপ্রকাশ সাহারার। একসময় অশ্লীলতার তকমা গায়ে জড়িয়েছিলেন। ২০০৬ সালে শাকিব খানের বিপরীতে ‘প্রিয়া আমার প্রিয়া’ চলচ্চিত্র বেশ ভালো ব্যবসা করেছে। নায়িকা সংকট উত্তরণে যথেষ্ট ভূমিকা রেখেছিলেন এই নায়িকা। ২০১৩ সালে এক চিত্রপ্রযোজককে গোপনে বিয়ে করে চলচ্চিত্র থেকে স্বেচ্ছানির্বাসনে যান তিনি। বর্তমানে পুরোদস্তুর সংসারী।

কেয়া

গ্ল্যামারগার্ল কেয়া। আলোচনায় ছিলেন। কালেভদ্রে ক্যামেরার সামনে দাঁড়ালেও ঘুরে দাঁড়ানোর সক্ষমতা হারিয়ে ফেলেছেন।

শিল্পী

তার পুরো নাম আঞ্জুমান আরা শিল্পী। মোহাম্মদ হোসেন প্রযোজিত রানা নাসের পরিচালিত ‘প্রিয়জন’ ছবিতে প্রয়াত অমর নায়ক সালমান শাহর বিপরীতে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। দর্শকপ্রিয়তার শীর্ষে থেকেও ২০০০ সালে চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেন শিল্পী। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র দুটি হচ্ছেÑ নায়করাজ রাজ্জাকের ‘প্রেমের নাম বেদনা’ এবং দেওয়ান নজরুলের ‘সুজন বন্ধু’। বহু নাটকেও অভিনয় করেন এ অভিনেত্রী। বর্তমানে অভিনয় ছেড়ে সংসার এবং দুই সন্তান ছেলে সানাদ ও মেয়ে অ্যাঞ্জেলিনাকে নিয়েই ব্যস্ত তিনি।

মুক্তি

জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারার মেয়ে মুক্তি। ‘শ্রাবণ মেঘের দিন’, ‘হাছন রাজা’ ও ‘চাঁদের আলো’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। এরপর পার্শ্বচরিত্রে কিছু সিনেমায় অভিনয় করেছেন। শোনা গেছে তার মায়ের অভিনীত কিছু বিখ্যাত সিনেমা ‘শুভদা’, ‘দেবদাস’, ‘নবাব সিরাজউদ্দৌলা’ সিনেমাগুলো রিমেক করবেন।

সোনিয়া

নব্বইয়ের দশকে পঞ্চাশটির অধিক সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। যার মধ্যে বেশ কিছু সিনেমা ব্যবসা সফলও হয়েছে। সালমান শাহ, বাপ্পারাজ, রিয়াজসহ প্রথম সারির নায়কদের বিপরীতে অভিনয় করেছেন। অভিনয় করেছেন নাটকেও। তিনি এখন যুক্তরাজ্য প্রবাসী। তিনি সেখানকার নাগরিকও। সোনিয়া তিন সন্তানের জননী। ১৯৯১ সালে ‘মাস্তান রাজা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে সোনিয়ার চলচ্চিত্র অভিনয় শুরু। এরপর প্রয়াত নায়ক রাজ রাজ্জাকের নির্দেশনায় বাপ্পারাজের বিপরীতে ‘প্রেম শক্তি’ ছবিতে প্রথম নায়িকা চরিত্রে কাজ করেন। সোনিয়া সর্বশেষ অভিনয় করেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ চলচ্চিত্রে।

শিমলা

প্রথম সিনেমাতেই বাজিমাত। ‘ম্যাডাম ফুলি’ ছবিতে অভিনয় করে পেয়েছিলেন জাতীয় পুরস্কার। এরপর বেশকিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু একটা সময়ে খেই হারিয়ে ফেলেন। সর্বশেষ ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্র টু বাংলাদেশে যাতায়াতের মধ্যেই আছেন।

রেসি

২০১২ সালের ২২ জুন চট্টগ্রামের ব্যবসায়ী পান্থ শাহরিয়ারের সঙ্গে বিবাহ বন্দনে আবদ্ধ হন রেসি। এরপর চলচ্চিত্র থেকে হারিয়ে যেতে থাকে রেসির নাম। ২০১৪ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ ছবিতে ডিপজলের বিপরীতে অভিনয় করার কথা ছিল। শেষ পর্যন্ত আর ফেরেননি তিনি।

কাঞ্চি

‘তুমি আমার এমনই একজন’ গানটি ‘আনন্দ অশ্রু’ (১৯৯৭) ছবির। কনকচাঁপার গাওয়া জনপ্রিয় গানটিতে ঠোঁট মেলান কাঞ্চি। এ গানের কারণে দর্শক কাঞ্চিকে খুঁজে ফেরেন। গানটি শ্রোতাদের কাছে আজও প্রিয়। গানটির নায়িকা কাঞ্চি খুব বেশি ছবিতে অভিনয় করেননি। প্রথম সারিতেও আসেননি তিনি। পৃথিবী আমারে চায় না, অচল পয়সা, তুমি শুধু তুমি, মৃত্যু কত ভয়ংকর, দেমাগ ইত্যাদি ছবিতে অভিনয় করেন কাঞ্চি। তিনি চিত্রনায়ক ইমরানকে বিয়ে করে আলোচিত হন। দীর্ঘদিন ধরে তিনি পর্দা থেকে দূরে। এখন তিনি প্রবাসে।
সূত্র:আমাদেরসময়

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

People are also reading