হোম পিছনে ফিরে যান

মৌলভীবাজারে ৩ নদীর পানি বিপৎসীমার ওপরে

risingbd.com 3 দিন আগে
মৌলভীবাজারে ৩ নদীর পানি বিপৎসীমার ওপরে

উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় আবারও বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। ৩ নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ওপর দিয়ে।

Google news

মঙ্গলবার (২ জুলাই) পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দুপুর ১২টায় কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে ১৪ সেমি, মনু নদীর পানি শহরের চাঁদনীঘাট এলাকায় ১৪ সেমি ও জুড়ী নদীর পানি বিপৎসীমার ১৭৯ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর পানি বিপৎসীমার ৭৫ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজনগর উপজেলার ২টি ইউনিয়ন ও সদর উপজেলার ৩টি ইউনিয়নে বন্যার পানি বৃদ্ধি পেয়ে দীর্ঘস্থায়ী বন্যার রূপ নিয়েছে। ২১ দিন ধরে পানির নিচে তলিয়ে রয়েছে কুলাউড়া পৌরসভার ৫টি ওয়ার্ড, কুলাউড়া উপজেলা পরিষদ, জুড়ী উপজেলা পরিষদসহ ওইসব এলাকার বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট।

বৃষ্টিপাতের কারণে কুশিয়ারা, জুড়ী, ফানাই ও আন ফানাই নদী দিয়ে উজানের ঢল নেমে বন্যার পানি বৃদ্ধি পায়। দীর্ঘস্থায়ী বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এসব এলাকার পানিবন্দি সাধারণ মানুষ এখন চরম ভোগান্তিতে পড়েছেন। বন্যার কারণে যারা আশ্রয়কেন্দ্রে উঠেছেন তাদের বাড়ি ফেরা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। পানি কমতে থাকায় লোকজন বাড়ি ফিরতে শুরু করেছিলেন, পানি বাড়ায় আবারও বাড়িঘর ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছেন।

সরকারি হিসাবে প্রায় ৩ লাখ মানুষ এখনও পানিবন্দি রয়েছেন। দীর্ঘদিন বাড়িঘর পানির নিচে তলিয়ে থাকায় সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্গত এলাকায় স্যানিটেশন, শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটসহ খাদ্য সংকটও রয়েছে।

People are also reading