হোম পিছনে ফিরে যান

এইচএসসির ইংরেজি ২য় পত্র পরীক্ষায় রেকর্ড বহিষ্কার ১‘শ

dainikshiksha.com 2024/10/6
স্কুল-কলেজ শিক্ষকদের জুন মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha

এইচএসসির ইংরেজি ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে রোববার। এদিন নকল করার দায়ে ১০০ জনকে বহিষ্কার হয়েছেন। আর অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ৮৩৯ জন পরীক্ষার্থী।

রোববার (৭ জুলাই) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য জানিয়েছে।

আটটি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ তিন হাজার ২২২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন নয় লাখ ৯০ হাজার ৩৯৩ জন। অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৮২৯ জন। আট বোর্ডে অনুপস্থিত হার ছিলো ১ দশমিক ২৮ শতাংশ। 

নকলের দায়ে বহিষ্কার করা হয়েছেন ৭৬ জনকে। এরমধ্যে পরীক্ষার্থী ৭৫ জন, একজন পরিদর্শক।

এদিকে মাদরাসা শিক্ষাবোর্ডে (সিলেট বিভাগ বাদে) মোট পরীক্ষার্থী ছিলেন ৭৮ হাজার ৪৫৫ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৭৫ হাজার ৪১ জন। অনুপস্থিত ছিলেন তিন হাজার ৪১৪ জন। এই বোর্ডে অনুপস্থিত হার ৪ দশমিক ২৫ শতাংশ। ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কারিগরি শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন এক লাখ ৮৩ হাজার ৩১৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন এক লাখ ৭৬ হাজার ৩০৬ জন। অনুপস্থিত ছিলেন পাঁচ হাজার ১০ জন। অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৭৩ শতাংশ। বহিষ্কার হয়েছেন ১৪ জন।

প্রসঙ্গত বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড এবং এ বিভাগের মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিত রয়েছে।

People are also reading