হোম পিছনে ফিরে যান

সাবিনা, মারিয়া ও শামসুন্নাহারের হ্যাটট্রিকে ১৯ গোল

banglatribune.com 2024/5/16
শামসুন্নাহার, সাবিনা ও মারিয়া
© 2024 Bangla Tribune Online Media

নারী ফুটবল লিগে সবচেয়ে শক্তিশালী দল গড়ছে নাসরিন স্পোর্টস একাডেমি। জাতীয় দলের একঝাঁক ফুটবলারদের দলভুক্ত করেছে তারা। আজ সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ১৯-০ গোলে অপেক্ষাকৃত দুর্বল দল জামালপুর কাচারিপারা একাদশকে হারিয়ে শক্তি দেখিয়েছে। দলের অধিনায়ক সাবিনা খাতুন, মারিয়া মান্দা ও শামসুন্নাহার হ্যাটট্রিক করেছেন।

নাসরিন স্পোর্টস একাডেমি শুরু থেকে জামালপুর কাচারিপারা একাদশকে চাপে রেখে একের পর এক গোল আদায় করে নেন। মারিয়া, সাবিনা ও শামসুন্নাহার শুধু হ্যাটট্রিক করেই ক্ষান্ত হননি। করেছেন চারটি করে গোল।

সাবিনা হ্যাটট্রিক করার পথে ষষ্ঠ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন। এরপর ১৭, ৪০ ও ৭৪ মিনিটে জাল কাঁপান তিনি। শামসুন্নাহার অষ্টম মিনিটে নিজের প্রথম গোল করেন। পরের দুটি গোল এসেছে পরের অর্ধে। তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। চতুর্থ গোলটি করেছেন যোগ করা সময়ে। মারিয়ার সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।

গোলের এই উৎসবে দুইবার করে জাল কাঁপান মাসুরা পারভীন ও সানজিদা আক্তার। এছাড়া মার্জিয়া ৬৫ মিনিটে একটি গোল করে দলের বড় জয়ে  ভূমিকা রাখেন।

বিজয়ী দলের গোলকিপার রুপনা চাকমাকে থাকতে হয়েছে নির্ভার। অন্য দিকে জামালপুরের কিপার আতিকা আক্তার অসহায় হয়ে শুধু গোল হজম করেই গেছেন।

People are also reading