হোম পিছনে ফিরে যান

লেবাননে যুদ্ধের শঙ্কা, নাগরিকদের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের

banglatribune.com 5 দিন আগে

লেবাননে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় যুক্তরাষ্ট্র নিজেদের নাগরিকদের লেবানন ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় বৃহস্পতিবার (২৭ জুন) এই সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের দক্ষিণ লেবানন, লেবানন-সিরিয়া সীমান্ত এলাকা এবং শরণার্থী শিবিরে না যাওয়ার জন্য সতর্ক করেছে।

এর আগে বুধবার নেদারল্যান্ডস ও জার্মানি তাদের নাগরিকদের লেবানন ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে।

লেবাননের আল-আখবার পত্রিকা জানিয়েছে, বেশিরভাগ পশ্চিমা দূতাবাস ইতোমধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে তাদের নাগরিকদের সমুদ্রপথে সরিয়ে নেওয়ার জন্য লেবাননের উপকূলীয় এলাকা পরিদর্শন করেছে।

৮ অক্টোবর থেকে হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলের সীমান্ত এলাকায় নিয়মিত হামলা চালিয়ে আসছে। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে এসব হামলা চালানো হচ্ছে দাবি গোষ্ঠীটির। ইসরায়েলও নিয়মিত লেবাননে হিজবুল্লাহর অবস্থানে হামলা চালিয়ে আসছে। সম্প্রতি দুই দেশের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েছে। একাধিক দেশ সতর্ক করে বলেছে, এই সংঘর্ষটি সর্বাত্মক যুদ্ধের দিকে মোড় নিতে পারে।

সীমান্তে হিজবুল্লাহ-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ১০ জন ইসরায়েলি বেসামরিক নাগরিক ও ১৫ জন সেনা নিহত হয়েছেন। আর লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে প্রায় ৩৫০ জন। নিহতদের মধ্যে হিজবুল্লাহ কমান্ডার, যোদ্ধা ও বেসামরিক রয়েছেন।

People are also reading