হোম পিছনে ফিরে যান

বর্ষাকালে এসি চালান? 'এই' ছোট্ট ভুল করলেই বিপদ, খরচ বাড়বে হু হু করে

news18.com 2024/10/5

Air Conditioner: বর্ষাকালে এসি চালানোর সময় এই বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন। না হলে হতে পারে বড় ধরনের ক্ষতি।

News18 Bengali

01 06

তীব্র গরমের পর দেশে শুরু হয়েছে বর্ষাকালের মরশুম। যার কারণে দেশবাসী গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন। কিন্তু, গরম থেকে বাঁচার জন্য এবার অনেকের বাড়িতেই নতুন এসি লাগানো হয়েছে। গরমকালে এসির চাহিদা ছিল আকাশছোঁয়া। এখন বর্ষাকালে এই এসির উপরে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বর্ষাকালে এসি চালানোর সময় এই বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন। না হলে হতে পারে বড় ধরনের ক্ষতি।

News18 Bengali

02 06

গ্রীষ্মের মরশুমে আমরা গরম থেকে মুক্তি পেতে অনেক বেশি এসি ব্যবহার করি। কিন্তু, এই ক’দিন বর্ষাকাল শুরু হয়েছে, তাই আবহাওয়া আগের থেকে অনেকটাই ঠান্ডা। এই আবহাওয়ায় সাধারণত এসির বিশেষ প্রয়োজন পড়ে না। কিন্তু, এই ঋতুতে এসি ব্যবহার করলে, এই বিষয়গুলোতে মনোযোগ দেওয়া প্রয়োজন।

News18 Bengali

03 06

হালকা বৃষ্টি হলে স্বাভাবিক তাপমাত্রায় এসি চালাতে হবে। এতে ঘর ঠান্ডাও হবে এবং এসির লোডও কমবে। বৃষ্টির মরসুমে স্বাভাবিক তাপমাত্রায় এসি চালালে, এসির উপরে লোড কম পড়বে। এতে এসি দীর্ঘদিন ভাল থাকতে পারে।

News18 Bengali

04 06

বাইরে প্রবল বৃষ্টি হলে এসি বন্ধ করে দিতে হবে। কারণ সেই সময় এসি চলতে থাকলে, এসির ভিতরে জল ঢুকে এসি নষ্ট হয়ে যেতে পারে। তাই বৃষ্টির মরশুমে যখন প্রবল জোরে বৃষ্টি হবে, সেই সময় এসি বন্ধ করে রাখাই বুদ্ধিমানের কাজ। অন্যথায় এসির ভিতরে জল ঢুকে তা খারাপ হতে পারে।

News18 Bengali

05 06

বর্ষাকালে প্রবল বৃষ্টি হলে হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা এসিতে খারাপ প্রভাব ফেলবে। তাই বর্ষাকালে তুমুল বৃষ্টির সময় এসি বন্ধ রাখা উচিত। বর্তমান সময়ে তুমুল বৃষ্টির সঙ্গে ঘন ঘন বাজ পড়ে। তাই সেই সময় এসি বন্ধ রাখা উচিত। না হলে বাজ পড়ে এসির বারোটা বাজাতে পারে।

News18 Bengali

06 06

এত কিছুর পরেও যদি মনে হয় যে, এসি-তে কিছু সমস্যা আছে, তাহলে টেকনিশিয়ানের সাহায্য নিতে হবে। সব মিলিয়ে বর্ষাকালে একটু বুঝে-শুনেই এসি ব্যবহার করা উচিত।

  • First Published : July 3, 2024, 6:54 pm IST
  • 01 06

    তীব্র গরমের পর দেশে শুরু হয়েছে বর্ষাকালের মরশুম। যার কারণে দেশবাসী গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন। কিন্তু, গরম থেকে বাঁচার জন্য এবার অনেকের বাড়িতেই নতুন এসি লাগানো হয়েছে। গরমকালে এসির চাহিদা ছিল আকাশছোঁয়া। এখন বর্ষাকালে এই এসির উপরে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বর্ষাকালে এসি চালানোর সময় এই বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন। না হলে হতে পারে বড় ধরনের ক্ষতি।

  • 02 06

    গ্রীষ্মের মরশুমে আমরা গরম থেকে মুক্তি পেতে অনেক বেশি এসি ব্যবহার করি। কিন্তু, এই ক'দিন বর্ষাকাল শুরু হয়েছে, তাই আবহাওয়া আগের থেকে অনেকটাই ঠান্ডা। এই আবহাওয়ায় সাধারণত এসির বিশেষ প্রয়োজন পড়ে না। কিন্তু, এই ঋতুতে এসি ব্যবহার করলে, এই বিষয়গুলোতে মনোযোগ দেওয়া প্রয়োজন।

  • 03 06

    হালকা বৃষ্টি হলে স্বাভাবিক তাপমাত্রায় এসি চালাতে হবে। এতে ঘর ঠান্ডাও হবে এবং এসির লোডও কমবে। বৃষ্টির মরসুমে স্বাভাবিক তাপমাত্রায় এসি চালালে, এসির উপরে লোড কম পড়বে। এতে এসি দীর্ঘদিন ভাল থাকতে পারে।

  • 04 06

    বাইরে প্রবল বৃষ্টি হলে এসি বন্ধ করে দিতে হবে। কারণ সেই সময় এসি চলতে থাকলে, এসির ভিতরে জল ঢুকে এসি নষ্ট হয়ে যেতে পারে। তাই বৃষ্টির মরশুমে যখন প্রবল জোরে বৃষ্টি হবে, সেই সময় এসি বন্ধ করে রাখাই বুদ্ধিমানের কাজ। অন্যথায় এসির ভিতরে জল ঢুকে তা খারাপ হতে পারে।

  • 05 06

    বর্ষাকালে প্রবল বৃষ্টি হলে হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা এসিতে খারাপ প্রভাব ফেলবে। তাই বর্ষাকালে তুমুল বৃষ্টির সময় এসি বন্ধ রাখা উচিত। বর্তমান সময়ে তুমুল বৃষ্টির সঙ্গে ঘন ঘন বাজ পড়ে। তাই সেই সময় এসি বন্ধ রাখা উচিত। না হলে বাজ পড়ে এসির বারোটা বাজাতে পারে।

  • 06 06

    এত কিছুর পরেও যদি মনে হয় যে, এসি-তে কিছু সমস্যা আছে, তাহলে টেকনিশিয়ানের সাহায্য নিতে হবে। সব মিলিয়ে বর্ষাকালে একটু বুঝে-শুনেই এসি ব্যবহার করা উচিত।

People are also reading