হোম পিছনে ফিরে যান

স্টারমার যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণ দেন

voabangla.com 2024/10/5

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয় নির্বাচনে জয়ী হওয়া লেবার পার্টির নবনির্বাচিত নেতা কেয়ার স্টারমার ডাউনিং স্ট্রিটের বাইরে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম বক্তৃতা দেন। শুক্রবার, ৫ জুলাই, ২০২৪।

প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজার আমন্ত্রণ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার পর সহযোগী ও সমর্থকরা স্টারমারকে ডাউনিং স্ট্রিটে আনন্দ সহকারে অভ্যর্থনা জানায়।

তার প্রথম বক্তৃতা ছিল ভোটারদের ভগ্ন আস্থা ফিরিয়ে আনতে মধ্যপন্থী রাজনীতির পথ অবলম্বন করা নিয়ে।

স্টারমার বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাকের “কৃতিত্বের” কথা স্বীকার করে, যুক্তরাজ্যের প্রথম এশিয়ান নেতা হিসাবে তাকে এবং তার “অতিরিক্ত প্রচেষ্টার” প্রতি শ্রদ্ধা জানান।

এক দশকেরও বেশি সময় ধরে বিরোধী দলে থাকার পর, লেবার পার্টি নিরঙ্কুশ জয় অর্জন করে এবং দীর্ঘ ১৪ বছরের প্রায়শই বিশৃঙ্খল কনজারভেটিভ সরকারের অবসান ঘটিয়ে শুক্রবার ক্ষমতায় আসে।

আরও দেখতে চাই আরও কম দেখতে চাই

People are also reading