হোম পিছনে ফিরে যান

ফাইনালে এক পা অপ্রতিরোধ্য লেভারকুসেনের

dailyjanakantha.com 2024/5/18

​​​​​​​স্পোর্টস রিপোর্টার

ফাইনালে এক পা অপ্রতিরোধ্য লেভারকুসেনের
.

অসাধারণ একটা মৌসুম অতিবাহিত করা বেয়ার লেভারকুসেন আরও একটি দুর্দান্ত সাফল্যের দ্বারপ্রান্তে। নিজেদের ক্লাব প্রতিষ্ঠার ১২০ বছরের ইতিহাসে গত এপ্রিল মাসে জার্মান বুন্দেসলিগার শিরোপা জিতেছে দলটি। সাফল্যের এ ধারাবাহিকতা উয়েফা ইউরোপা লিগেও ধরে রেখেছে কোচ জাবি অ্যালানসোর দল। এবার ইউরোপের দ্বিতীয় সেরা আসরের ফাইনালে এক পা দিয়ে ফেলেছে লেভারকুসেন।

বৃহস্পতিবার রাতে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে স্বাগতিক ইতালিয়ান ক্লাব এ এস রোমাকে ২-০ গোলে হারিয়েছে তারা। রোমে অনুষ্ঠিত ম্যাচে যোগ্যতর দল হিসেবেই জয় পেয়েছে লেভারকুসেন। এর ফলে আগামী ৯ মে নিজেদের মাঠ বে অ্যারানায় অনেকটা নির্ভার হয়েই সেমির দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে অ্যালানসোর দল। সেমির প্রথম লেগের আরেক ম্যাচে ফ্রান্সের অলিম্পিক মার্শেই ও ইতালির আটালান্টা ১-১ গোলে ড্র করেছে।

অসাধারণ পথচলায় ইউরোপের ফুটবলে অপরাজিত থাকার রেকর্ড গড়েই চলেছে লেভারকুসেন। তাদের জয়রথ কোথায় থামবে তারা নিজেরাও হয়তো জানে না! কোচ জাবি অ্যালোনসো শিষ্যদের এমন পারফরম্যান্স দেখে নিজের চোখকে হয়তো বিশ্বাস করতে পারছেন না। ম্যাচের মূল সময়ে না পারলে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে হলেও গোল করে অপরাজিতই থাকছে তার দল। রোমাকে হারানোর পর লেভারকুসেনের অপরাজিত থাকার রেকর্ড চলে গেছে ৪৭ ম্যাচে। ২২ বছরে নিজেদের ইউরোপা শিরোপার দিকে এগিয়ে যাচ্ছে জার্মান বুন্দেসলিগার ক্লাবটি। রোমার ঘরের মাঠে ম্যাচের ২৮ মিনিটে প্রথম গোল পায় লেভারকুসেন। আলেক্স গ্রিমালডোর অ্যাসিস্টে গোল করেন ফ্লোরিয়ান উইর্টজ। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লেভারকুসেন। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে স্বাগতিকদের জাল কাঁপান রবার্ট এনড্রিক। শেষ মুহূর্তে একটি গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ হয় রোমা। বদলি খেলোয়াড় টেমি আব্রাহামের হেড সাইডপোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। এর আগে ৪৫ ম্যাচ অপরাজিত থেকে ইউরোপিয় ক্লাব ফুটবলে রেকর্ড করে লেভারকুসেন। ইউরোপের সেরা পাঁচ লিগের ক্লাবগুলোর ইতিহাসে তাদের আগে সর্বোচ্চ ৪৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড করেছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। এ রেকর্ডটি এখন দিনকে দিন আরও সমৃদ্ধ হচ্ছে। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টিকিট প্রায় নিশ্চিত করা অ্যাস্টন ভিলাকে বড় হোঁচট  খেতে হয়েছে। ইউরোপা কনফারেন্স কাপের সেমির প্রথম লেগে অলিম্পিয়াকসের কাছে ৪-২ গোলে হেরেছে ভিলা।

People are also reading