হোম পিছনে ফিরে যান

মতবিনিময় সভায় কাঁদলেন এমপি

dailyjanakantha.com 2024/10/6
মতবিনিময় সভায় কাঁদলেন এমপি
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ আসনে নিজ পক্ষের পোলিং এজেন্টরদের নিয়ে স্থানীয় সংসদ সদস্য মতবিনিময় সভা করেছেন। 

শনিবার (৬ জুলাই) পৌরসভার সুরভীকুঞ্জ কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

উপজেলায় প্রথমবারের মতো আয়োজিত এমন অনুষ্ঠানে ১০০ কেন্দ্রের ৭৫৫ জন পোলিং এজেন্টসহ প্রায় ৯০০ আওয়ামী লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় মতবিনিময়কালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিপক্ষের হামলা, নির্যাতন ও নিপীড়নের ঘটনার স্মৃতিচারণ করে আবেগে কেঁদে ফেলেন এমপি ও পোলিং এজেন্টরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানের শুরুতে কাঁদলেন এমপি আব্দুর রউফ, কাঁদালেন পোলিং এজেন্টদের। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সন্ত্রাসী; চাঁদাবাজ; দখলবাজ ও অত্যাচারীদের শত নির্যাচত সহ্য করে আপনারা আমাকে বিজয়ী করেছেন। আপনাদের ঋণ কোনোদিন ভুলব না। আপনাদের যেকোনো চাওয়া পাওয়া পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমার জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে আপনাদের ঋণ শোধের চেষ্টা করবো। ভোটের দিন পোলিং এজেন্টদের সঠিকভাবে দাঁয়িত্ব পালন করা অত্যন্ত জরুরি। পোলিং এজেন্টরা চাইলেই নিরপেক্ষ ভোট উপহার দিতে পারেন। সকলকে সাথে নিয়ে এলাকায় সকলখাতে উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।’

মতবিনিময় সভায় কুমারখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ জর্জকে (সাবেক এমপি) পরাজিত করে ট্রাক মার্কা প্রতীকে বিজয়ী হন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

People are also reading