হোম পিছনে ফিরে যান

উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপি নেতার ছবি, তোলপাড়

protidinersangbad.com 5 দিন আগে
উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপি নেতার ছবি, তোলপাড়
পেকুয়া উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় নেতার ছবি টাঙানো দেখা যায় । ছবি: প্রতিদিনের সংবাদ

কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রীর ছবি টাঙানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তোলপাড় শুরু হয়েছে।

সদ্য নির্বাচিত চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজুর কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের ছবি নিয়ে এ তোলপাড় শুরু হয়।

এর আগে, চলতি বছরের ১২ জুন বিএনপির বহিস্কৃত নেতা শাফায়েত আজিজ রাজু উপজেলা চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন। পরে ২৬ জুন পেকুয়া উপজেলা পরিষদ ভবনে চেয়ারম্যান কার্যালয়ে তার বসার চেয়ারের পেছনে সরকারি নিয়ম মোতাবেক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি টাঙানো হয়।

সরেজমিনে মঙ্গলবার (২ জুলাই) দুপুরে চেয়ারম্যানের কার্যালয়ে দেখা গেছে, চেয়ারম্যানের বসার টেবিলের বাম পাশের নিচে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের ছবি টাঙানো এবং এর পাশে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ছবিও সংযুক্ত করে দেওয়া হয়েছে। ডান পাশে চেয়ারম্যান নিজের ছবি টাঙিয়েছেন।

  • সরকারি কার্যালয়ে আবেগ চলে না: পেকুয়া আ.লীগ সহসভাপতি
  • শ্রদ্ধার জায়গা থেকে ছবি টাঙানো হয়েছে: উপজেলা চেয়ারম্যান
  • ছবি সরিয়ে নেওয়ার নির্দেশনা ইউএনওর

পেকুয়া উপজেলা ছাত্রলীগ নেতা ফারুক আযাদ তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে এক পোস্টে জানা যায়, সরকারি অফিসে সাজাপ্রাপ্ত আসামীর ছবি টাঙনো যায় কি না এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সরকারি গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে জানতে চান তিনি। এছাড়া সরকারি অফিস থেকে সাজাপ্রাপ্ত আসামীর ছবি না সরালে তারা উপজেলার সামনে মানববান্ধন করতে বাধ্য হবেন বলে জানা যায়।

এদিকে উপজেলা পরিষদের কার্যালয়ে সাজাপ্রাপ্ত বিএনপি নেতার ছবি টাঙানো নিয়ে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল বলেন, ‘সরকারি কার্যালয়ে আবেগ চলে না। অফিস দেখলে মনে হয় এটি বিএনপির কার্যালয়।’

জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বলেন, সালাহ উদ্দিন আহমেদ পেকুয়া উপজেলার প্রতিষ্ঠাতা। ব্যক্তি বিশেষের ছবি টাঙানো নিয়ে কোথাও নিষেধ নেই। শ্রদ্ধার জায়গা থেকে তার ছবি টাঙানো হয়েছে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয় থেকে বিএনপি নেতার ছবি সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি অফিসে বিধিবহির্ভূত কোনো ব্যক্তি বিশেষের ছবি টাঙিয়ে রাখা বেআইনী বলে জানান তিনি।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

People are also reading