হোম পিছনে ফিরে যান

পল্লী বিদ্যুতের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে কাফনের কাপড় পড়ে কর্মচারীদের মানববন্ধন

bbarta24.net 2024/10/6

পল্লী বিদ্যুতের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে কাফনের কাপড় পড়ে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।

৮ জুলাই, রবিবার দুপুরে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির চত্বরে এ মানববন্ধন করেন তারা। মূলত নিজেদের দাবি দাওয়া ও চাকরি নিয়মিত করণ না হওয়ায় ক্ষোভে ফুঁসছে কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে শোষণ, নির্যাতন, নিপীড়ন অব্যাহত রাখা, গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করার প্রতিবাদে এবং স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে এ মানববন্ধন করেন।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, একই প্রতিষ্ঠানে দ্বৈতনীতি প্রত্যাহার, লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘণ্টা ও শিফটিং ডিউটি চালুর জন্য প্রয়োজনীয় লাইনম্যান নিয়োগ, শ্রেণিপ্রথা বিলুপ্ত করে সরকার ঘোষিত গ্রেডিং প্রথা চালু, বাপবিবো ও সমিতির একই ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ, বিলিং সহকারী ও লাইন শ্রমিকদের চাকরি নিয়মিতকরণ এবং প্রধানমন্ত্রী ঘোষিত ৫% বিশেষ প্রণোদনা জুলাই ২০২৩ হতে বাস্তবায়নসহ নানা দাবি তুলে ধরেন তারা।

মানববন্ধনে তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ সমিতিতে বৈষম্য চলে আসছে। কোনো বোনাস দেয়া হয় না। এমনকি কর্মঘণ্টারও নিশ্চয়তা নেই। নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের মাধ্যমে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ, প্রাতিষ্ঠানিক কাঠামোগত জটিলতা, পলিসি প্রণয়নে অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার কারণে গ্রাহকরা সুফল হতে বঞ্চিত হচ্ছেন। যে কারণে বৈষম্য দূরীকরণ, অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।

এদিকে কর্মবিরতির ফলে ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলা গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আর দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি প্রদানের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

বিবার্তা/মিলন/এমজে

People are also reading