হোম পিছনে ফিরে যান

নরসিংদীতে বাসচাপায় কলেজছাত্র নিহত, গাড়িতে আগুন

bonikbarta.net 2024/10/6
ছবি : বণিক বার্তা

নরসিংদীর শিবপুরে বাসচাপায় মেহেদী হাসান নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ছাড়া কয়েকটি গাড়িও ভাঙচুর করেছেন তারা।

 

সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার চৈতন্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান শিবপুর উপজেলার ছোটাবন্দ গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি ছোটাবন্দ সুলতান মাহমুদ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস বিয়ানীবাজার যাচ্ছিল। শিবপুর উপজেলার চৈতন্যা বাসস্ট্যান্ডে পৌঁছালে কলেজছাত্র মেহেদী হাসান রাস্তা পার হওয়ার সময় বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মেহেদী।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিয়ে সেটি পুড়িয়ে দেয়। এ সময় কয়েকটি গাড়িও ভাঙচুর করে তারা। পরে শিবপুর মডেল থানা পুলিশ ও ইটাখোলা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবপুর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘাতক বাসের ড্রাইভার পালিয়ে গেছে। তাকে আটক করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নরসিংদী ইটাখোলা হাইওয়ে থানার ওসি মো. ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন শিক্ষার্থী মারা গেছেন। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান। বাসটিকে জব্দ করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

People are also reading