হোম পিছনে ফিরে যান

উত্তর কোরিয়ার আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

boishakhionline.com 4 দিন আগে

প্রকাশিত: ২৭-০৬-২০২৪ ১২:৩৪

আপডেট: ২৭-০৬-২০২৪ ১২:৩৪

আন্তর্জাতিক ডেস্ক : জাপান সাগর নামে পরিচিত পূর্ব সাগরের দিকে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। 

বুধবার (২৬শে জুন) এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। 

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কার্যালয়ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ক্ষেপণাস্ত্রটি জাপানের দিকে যাবে এমনটা মনে করছেন না তারা। 

সস্প্রতি উত্তর কোরিয়া থেকে আবর্জনা ভর্তি শতাধিক বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়। এ নিয়ে দু'দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই অস্থিরতার মধ্যেই নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া। 

গত মার্চ ও এপ্রিল মাসেও দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। 

People are also reading