হোম পিছনে ফিরে যান

যে কারণে পার্পল ক্যাপ পাচ্ছেন না মুস্তাফিজ

bangladesherkhela.com 2024/5/16

আইপিএলে সেরা বোলারের স্বীকৃতি পার্পল ক্যাপ। সর্বোচ্চ উইকেটধারীর বোলার পার্পল কালারের ক্যাপ ব্যবহার করেন। দুর্দান্ত বোলিংয়ে আসরের শুরুর দিকে চেন্নাই সুপার কিংসের বাংলাদেশি পেসার মুস্তাফিজকে দেখা গিয়েছে পার্পল ক্যাপে। রোববার (২৮ এপ্রিল) হায়দরাবাদের বিপক্ষে ১৯ রানে দুই উইকেট নিয়ে ফের শীর্ষে উঠেছেন ফিজ।
চেন্নাইয়ের ঘরের মাঠে হায়দরাবাদের বিপক্ষে ১৯তম ওভারে শাহবাজ আহমেদ এবং জয়দেব উনাদকাটের উইকেট নেন মুস্তাফিজ। ৮ ম্যাচ শেষে বাঁহাতি এই পেসারের ঝুলিতে এখন ১৪ উইকেট। সমানসংখ্যক উইকেট পেলেও মুম্বাই ইন্ডিয়ান্সের যশপ্রীত বুমরা পার্পল ক্যাপ নিজের করে রেখেছেন। ১৪ উইকেট নিতে মুস্তাফিজের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন বুমরা। পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেলেরও শিকার ১৪ উইকেট।

মুস্তাফিজ-বুমরা-প্যাটেল সবারই ১৪ উইকেট হলেও পার্পল ক্যাপ বুমরার দখলে। উইকেটপ্রতি রান খরচে মুস্তাফিজ ছিলেন খরুচে। প্রতিটি উইকেট নিতে খরচ করেছেন ২১.১৪ রান। ওভারপ্রতি রান দিয়েছেন ১০ এর কাছাকাছি। ফিজের তুলনায় বোলিংয়ে বেশ কৃপণ বুমরাহ। ভারতের এই বোলার ১৭.০৭ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। আর ওভারপ্রতি খরচ করেছেন মাত্র ৬.৬৩ রান। আর এ কারণেই ১৪ উইকেট পেয়েও পার্পল ক্যাপ বুমরার দখলে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

People are also reading