হোম পিছনে ফিরে যান

রাজধানীতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

banglatribune.com 2024/10/6

রাজধানীর বিমানবন্দর এলাকায় বটতলা কসাইবাড়ি রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। পরনে ছিল চেক লুঙ্গি ও নীল রঙের গেঞ্জি। এদিকে রাজধানীর ডেমরার আমুলিয়ায় ভুষি তৈরির কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে মো. দুলাল (৪৫) নামে এক মেশিন অপারেটরের মৃত্যু হয়। শুক্রবার দিবাগত রাত ও শনিবার (৬ জুলাই) দুপুরে এসব ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মার্মা জানান, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের রেলওয়ে বটতলা কসাইবাড়ি রেল ক্রসিং এলাকায় দুর্ঘটনার শিকার হন অজ্ঞাত ওই ব্যক্তি। রেল লাইনের ওপর দিয়ে চলাচলের সময় ঢাকাগামী জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।

তিনি বলেন, ‘খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

বিদ্যুৎস্পৃষ্টে মেশিন অপারেটরের মৃত্যুর বিষয়ে কারখানার মালিক আবু বক্কর সিদ্দিক জানান, কারখানায় গ্র্যান্ডিং মেশিন দিয়ে কাঁচামাল কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন দুলাল। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘কয়েকজন ব্যক্তি দুলালকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।’

দুলালের গ্রামের বাড়ি নোয়াখালীর রামগতি উপজেলায়। বর্তমানে আমুলিয়া মডেল টাউন এলাকার ওই কারখানায় থাকতেন।

People are also reading