হোম পিছনে ফিরে যান

চট্টগ্রামে হত্যা মামলায় ৪ জনের ফাঁসির রায়

boishakhionline.com 5 দিন আগে

প্রকাশিত: ০৩-০৭-২০২৪ ১৬:০৮

আপডেট: ০৩-০৭-২০২৪ ১৬:০৮

চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে আট বছর আগে এক কবিরাজকে কুপিয়ে হত্যার মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (তেসরা জুলাই) দুপুরে চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচ. এম শফিকুল ইসলাম এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, রাউজানে ২০১৬ সালে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে কবিরাজ সুলাল চৌধুরীকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেয়।

অন্যদিকে চট্টগ্রামের বাকলিয়ায় গৃহবধূ পারভিন আক্তারকে হত্যার দায়ে তার স্বামী জামাল উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুন্নেছা বেগমের আদালত এ রায় দেয়। 

দণ্ডপ্রাপ্ত মো. জামাল কুমিল্লা জেলার মুরাদনগর থানার মুসাগারা এলাকার মৃত জোনাব আলীর ছেলে। 

জানা যায়, ২০২২ সালের ১৭ই জানুয়ারি তার স্বামী পারভীন আক্তারকে হত্যা করে মরদেহ চৌকির ওপর কম্বল দিয়ে ঢেকে রেখে পালায়। এ ঘটনায় ১৮ই জানুয়ারি পারভীন আক্তারের বোন বেবি আক্তার বাদী হয়ে বোনের জামাইকে আসামি করে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

People are also reading