হোম পিছনে ফিরে যান

হারের পর এমবাপেকে রেখে চলে গেল পিএসজির বাস

newspostbd.com 2024/5/18
হারের পর এমবাপেকে রেখে চলে গেল পিএসজির বাস

স্পোর্টস ডেস্ক রিপোর্ট: 

বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে সেমিফাইনালের প্রথম লেগে হেরে গেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। যদিও এখনই তাদের আশা শেষ হয়ে যায়নি। পরের লেগ যে তারা ঘরের মাঠে জার্মান ক্লাবটিকে আতিথ্য দেবে। তবে হারের পর মজার এক ঘটনা ঘটে গেছে পিএসজির প্রধান তারকা কিলিয়ান এমবাপের সঙ্গে। তাকে রেখেই ছেড়ে যায় পিএসজির টিম বাস! এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফরাসি পত্রিকা লা প্যারিসিয়েন।

বার্সেলোনার ওপর দাপট দেখিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছিল পিএসজি। সে কারণে ধারণা করা হয়েছিল তাদের বিপক্ষে বরুশিয়া ডর্টমুন্ড সম্ভবত সেভাবে পেরে উঠবে না। কিন্তু ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে সেমির প্রথম লেগে ১-০ গোলে জয়োৎসব করেছে জার্মান ক্লাবটি। যদিও এখনই তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না। ফাইনালে ওঠার চূড়ান্ত সমীকরণ মেলাতে হবে পরের লেগে। তবে গতকালের জয় তাদের এগিয়ে রেখেছে। ঘরের মাঠে তারা খেলেছে সত্যিকারের জার্মান ধাচের ফুটবল। বল ধরে রাখার তাড়া নেই। তবে বল প্রতিপক্ষের পায়ে গেলে প্রেসিং করে যাওয়ার ব্যাপারে কোনো ছাড় নেই!

ম্যাচ শেষে পিএসজির ফুটবলাররা টিমবাসে উঠেন। তবে জার্মানি ছেড়ে যাওয়ার জন্য বাসটি বিমানবন্দরে পৌঁছালেও সেখানে ছিলেন না এমবাপে। ম্যাচ শেষে যাকে হতাশায় নীরব হয়ে মাঠে বসে থাকতে দেখা যায়, তিনি শেষ পর্যন্ত টার্মিনালে পৌঁছান প্রাইভেট কারে করে। জানা গেছে, সিগনাল ইদুনা পার্কে ড্রাগ টেস্টে অংশ নেওয়ায় সতীর্থদের সঙ্গে দলীয় বাসে বিমানবন্দরে যেতে পারেননি এমবাপে। পরে সতীর্থদের সঙ্গে যোগ দিতে তিনি বিমানবন্দরে যান একটি প্রাইভেট কারে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এমবাপেকে রেখে পিএসজির দলীয় বাসের বিমানবন্দরে চলে যাওয়া অস্বাভাবিক কোনো ঘটনা নয়। কোনো খেলোয়াড়ের দেরি হলে দীর্ঘক্ষণের অপেক্ষা এড়াতে প্রায় সব দলই এটা করে। আগামী মঙ্গলবার ফিরতি লেগে পিএসজি হোম ভেন্যু পার্ক দ্য প্রিন্সেসে ডর্টমুন্ডের মোকাবিলা করবে। ওই ম্যাচটিতে ফরাসি ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোল করা ফরোয়ার্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন। প্রথম লেগে তাকে সেভাবে ম্যাচজুড়ে দেখা যায়নি, ৫২তম মিনিটে কেবল শট নিতে দেখা যায় এমবাপেকে। তার মতো করে বন্ধু আশরাফ হাকিমির নেওয়া আরেকটি শটও পোস্টে লেগে ফিরে আসে।

তবে জার্মানি ছাড়ার আগেই বার্তা দিয়েছেন এমবাপে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ফিরতি লেগের আমন্ত্রণ জানিয়েছেন। পিএসজির একটি দলীয় ছবি দিয়ে ডর্টমুন্ডকে সতর্কতা দিয়ে তিনি লিখেছেন, ‘হাফ টাইম। এখন সামনে প্যারিস।’

এমবাপের সামনে পিএসজির হয়ে ইতিহাস গড়ার শেষ সুযোগ এবার। এর আগে দলটি সর্বোচ্চ একবার ইউসিএলের ফাইনালে খেললেও, শিরোপা জেতা হয়নি। জুন নাগাদ শেষ হবে চলতি মৌসুম, এরপর রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কথা রয়েছে এই ফ্রেঞ্চ ফরোয়ার্ডের। এর আগে এমবাপেকে ফাইনালে ওঠার কাজটা সারতে হবে নিজের পছন্দের মাঠে। এর আগে সর্বশেষ ২০১৯–২০ চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়ার কাছে প্রথম লেগে ২-১ গোলে হারের পর পরেরটিতে ২-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল পিএসজি।

People are also reading