হোম পিছনে ফিরে যান

কুরিয়ারে নকল পণ্য সরবরাহ, ২ ব্যবসায়ীর কারাদণ্ড

jagonews24.com 2024/4/28
কুরিয়ারে নকল পণ্য সরবরাহ, ২ ব্যবসায়ীর কারাদণ্ড

কুরিয়ারের মাধ্যমে নকল জুস, চকলেট সরবরাহের অপরাধে দুই ব্যবসায়ীকে এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে দিনাজপুরের বিরামপুরে পৌরশহরের সহকারী কমিশনার (ভূমি) এ দণ্ডাদেশ দেন। এসময় বিরামপুর থানা পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

কুরিয়ারে নকল পণ্য সরবরাহ, ২ ব্যবসায়ীর কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত লিটন (২৬) উপজেলার দিওড় ইউনিয়নের বেপারি টোলা গ্রামের মশিয়ার রহমানের ছেলে এবং একই এলাকার সুরেন্দ্রনাথ রায়ের ছেলে গৌতম মণ্ডল (২৫)।

ভ্রাম্যমাণ আদালতের সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাজারে নকল জুস, চকলেট পাঠিয়ে মফস্বলের দোকান গুলোতে বিক্রি হচ্ছে বলে জানা যায়। এমন অভিযোগে আহমেদ কুরিয়ার সার্ভিসে অভিযান চালানো হয়। এসময় সেখানে লিটন ও গৌতম নামের দুই ব্যবসায়ী ওই পণ্যগুলো নিজেদের বলে দাবি করেন।

কুরিয়ারে নকল পণ্য সরবরাহ, ২ ব্যবসায়ীর কারাদণ্ড

পরে পণ্য গুলো নকল প্রমানিত হওয়ায় ওই দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে মুরাদ হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে কুরিয়ারের মাধ্যমে নকল জুস, চকলেট আসছে এমন অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানকালে বেশ কিছু নকল পণ্য পাওয়ায় দুই ব্যবসায়ীকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মো. মাহাবুর রহমান/এনআইবি/জিকেএস

 
People are also reading