হোম পিছনে ফিরে যান

বনভোজনের নৌকায় হামলায় ব্যবসায়ীকে হত্যা, ছাত্রলীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

jaijaidinbd.com 4 দিন আগে
ছবি-যায়যায়দিন

গাজীপুরের শ্রীপুরে বনভোজনের নৌকায় হামলা চালিয়ে নুরুজ্জামানকে নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক এক নেতাসহ ৮জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বুধবার রাতে নিহতের বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় ওই মামলাটি দায়ের করেন।

নিহত নুরুজ্জামান (৩২) উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি একজন পোল্ট্রি ব্যবসায়ী ছিলেন।

মামলার আসামিরা হলেন, উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে ও কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম (২৭), একই ইউনিয়নের পূর্ব সোনাব গ্রামের জামাল ফকিরের ছেলে সাইফুল ইসলাম (২৮), কাওরাইদ গ্রামের আব্দুল খালেকের ছেলে ইব্রাহিম মিয়া (২৫), একই গ্রামের স্বপন মিয়ার ছেলে হামিদুল ইসলাম (২৫), জামাল উদ্দিনের ছেলে রিফাত হোসেন (২৫), জয়নাল আবেদীনের ছেলে সাব্বির হোসেন (২৬), মজনু মিয়ার ছেলে আকাশ মিয়া (২৫) ও হৃদয় (২৪)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ জুন বন্ধুদের নিয়ে নৌকা যোগে নুরুজ্জামান বনভোজনে যান। যাওয়ার সময় কাওরাইদ ইউনিয়নের ইজ্জতপুর ব্রিজ সংলগ্ন ঘাটে নৌকা অপরিচিত চার যুবক জোর করে তাঁদের নৌকায় ওঠেন। পরে নূরুজ্জামানসহ অন্যরা মিলে নৌকা থেকে তাঁদের নামিয়ে দেন। নৌকা ভ্রমণ শেষে ফেরার পথে সেই ঘাটে তাঁদের নৌকা থামাতে বলা হয়। কিন্তু নৌকা না থামালে সুতিয়া ও খিরু নদীর দুই পয়েন্টে তাঁদের আটকানোর চেষ্টা করা হয়।

নৌকাটি খিরু নদীর সোনাব গ্রামের আব্দুস ছালামের দোকানসংলগ্ন ঘাটে ভেড়ানো হলে অটোরিকশাযোগে ১০-১২ জন সন্ত্রাসী গিয়ে তাঁদের ব্যাপক মারধর করে। একপর্যায়ে নূরুজ্জামানসহ কয়েকজনকে তারা নদীতে ফেলে দেয়। কিন্তু অন্যরা তীরে উঠতে পারলেও নুরুজ্জামান ব্যর্থ হন। রাতের এই ঘটনায় পরদিন নদীর তীরে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন ২০ জন।

মামলার বাদী নিহতের বাবা রুহুল আমিন গণমাধ্যমকে বলেন,' আমার সুস্থ ছেলেটা বাড়ি থেকে পিকনিকে গেলো। ওরা পিটিয়ে মেরে ফেলেছে। যারা নির্মমভাবে আমার ছেলেকে মেরেছে ওদের সর্বোচ্চ শাস্তি চাই মৃত্যু দন্ড চাই।'

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান যায়যায়দিনকে বলেন, 'বনভোজনের নৌকায় হামলা চালিয়ে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।'

যাযাদি/ এসএম

People are also reading