হোম পিছনে ফিরে যান

Darjeeling landslide | দার্জিলিংয়ে ধস, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, জারি সতর্কতা

uttarbangasambad.com 3 দিন আগে

শিলিগুড়ি: প্রবল বৃষ্টিতে দার্জিলিংয়ের লেবং কার্ট রোডে ধস (Darjeeling landslide) নেমে বিপত্তি। ক্ষতিগ্রস্ত হল দুটি গাড়ি। যদিও সেইসময় গাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে ধসের জেরে কিছুক্ষণ লেবং কার্ট রোডে যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ও পূর্ত দপ্তরের যৌথ উদ্যোগে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত (Rain) হচ্ছে। যদিও মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিও হচ্ছে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। লাগাতার বৃষ্টিতে কিছুটা হলেও থমকে স্বাভাবিক জীবনযাত্রা। লাগাতার বৃষ্টির জেরে জেলাগুলির তাপমাত্রার পারদ কিছুটা কমেছে। বাড়ছে নদীর জলস্তর।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে মালদা সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। পাশাপাশি উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

People are also reading