হোম পিছনে ফিরে যান

তাইওয়ানের মাছ ধরার নৌকা আটক করলো চীন

banglatribune.com 2 দিন আগে

তাইওয়ানের একটি মাছ ধরার নৌকা আটক করেছে চীন। নৌকাটি তাইওয়ান ও চীনের উপকূলের কাছাকাছি অবস্থান করছিল। মঙ্গলবার (২ জুলাই) গভীর রাতে নৌকাটিকে আটক করে একটি চীনা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তাইওয়ানের উপকূলরক্ষীরা এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

স্বায়ত্তশাসিত তাইওয়ানের আপত্তি সত্ত্বেও দেশটিকে নিজ ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে চীন। দেশটির নতুন প্রেসিডেন্ট লাই চিং তে দায়িত্ব নেওয়ার পর মে থেকে তাইপেইয়ের উপর চাপ বাড়িয়েছে চীন। লাইকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে মনে করে দেশটি।

তাইওয়ানের উপকূলরক্ষীরা জানিয়েছেন, মাছ ধরার নৌকাটি তাইওয়ানের কিনমেন দ্বীপপুঞ্জের কাছে ছিল, যেটি চীনা শহর জিয়ামেন এবং কোয়ানঝোর পাশে অবস্থিত। মঙ্গলবার রাতে নৌকাটি চীনা জলসীমায় চলাচল করলে চীনের নৌবাহিনীর দুটি নৌকা এটিকে আটক করে।

তাইওয়ানের নৌকাটি চীনের নো-ফিশিং সময়ে মাছ ধরছিল। উপকূলরক্ষীরা জানিয়েছেন, এ বিষয়ে তাইওয়ান চীনের সঙ্গে যোগাযোগ করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব জেলেদের মুক্তি দেওয়ার অনুরোধ জানাবে।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে জানতে চাইলে চীনের তাইওয়ান বিষয়ক কার্যালয় তাৎক্ষণিকভাবে জবাব দেয়নি।

তাইওয়ানের উপকূলরক্ষীরা আরও জানিয়েছেন, নৌকাটি আটকের খবর পেয়ে সেখানে উপকূলরক্ষী জাহাজ পাঠিয়েছিল তাইওয়ান। জাহাজগুলো তখন সতর্কবার্তার মাধ্যমে চীনকে মাছ ধরার নৌকাটিকে ছেড়ে দিতে বলেছিল। জবাবে হস্তক্ষেপ না করার জন্য পাল্টা সতর্কবার্তা পাঠিয়েছিল চীনের জাহাজগুলো।

তখন সংঘর্ষ এড়াতে তাইওয়ানের জাহাজগুলো পিছিয়ে যায়। এর পরই মাছ ধরার নৌকাটিকে একটি চীনা বন্দরে নিয়ে যাওয়া হয়। নৌকাটিতে ৫ জন জেলে ছিলেন। তাদের মধ্যে ৩ জনই ইন্দোনেশিয়ার অভিবাসী শ্রমিক।

তাইওয়ানের উপকূলরক্ষী মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর-জেনারেল হিসিয়েহ চিং-চিন তাইপেইতে সাংবাদিকদের বলেছেন, চীন কেন নৌকাটি আটক করেছে তা ব্যাখ্যা করতে হবে। এসময় তিনি উল্লেখ করেন, এর আগে, তাইওয়ানের আটক করা নৌকাগুলোকে জেলেদের থেকে জরিমানা আদায়ের পর ছেড়ে দিয়েছিল চীন।

People are also reading