হোম পিছনে ফিরে যান

Rahul Gandhi: রাহুলের তুমুল আক্রমণ, শেষ পর্যন্ত উঠে দাঁড়ালেন মোদি! সংসদে শুরু দ্বৈরথ

news18.com 3 দিন আগে

এ দিন লোকসভায় দাঁড়িয়ে নিটে প্রশ্নফাঁস কাণ্ড সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন রাহুল৷

সংসদে মুখোমুখি রাহুল-মোদি৷

নয়াদিল্লি: রাহুল গান্ধি বিরোধী দলনেতা হওয়ার পরেই সংসদে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাকযুদ্ধ দেখার অপেক্ষায় ছিল গোটা দেশ৷ তার কিছুটা আঁচ পাওয়া গেল সোমবার৷ প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই সরাসরি তাঁকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা৷ পাল্টা রাহুলের মন্তব্যে আপত্তি জানিয়ে স্পিকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা৷

এ দিন লোকসভায় দাঁড়িয়ে নিটে প্রশ্নফাঁস কাণ্ড সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন রাহুল৷ দেশজুড়ে হিন্দুত্বের নামে হিংসা ছড়ানোর অভিযোগও তোলেন তিনি৷ বিরোধী দলনেতা বলেন, ‘প্রধানমন্ত্রী একদিন বলেছিলেন যে ভারতবর্ষ কখনও কারও উপরে আক্রমণ করেনি৷ এর কারণ হল আমাদের দেশ অহিংসায় বিশ্বাসী৷ আমাদের দেশের মহাপুরুষরা বরাবর অহিংসার কথা বলেছেন, তাঁদের পরামর্শ ছিল ভয় পেও না, ভয় দেখিও না৷ আর যাঁরা সারাদিন নিজেদের হিন্দু বলে দাবি করে তাঁরা অহিংসা, ঘৃনার কথা বলেন আর মিথ্যে বলেন৷ আপনারা হিন্দুই নন৷ হিন্দু ধর্মে স্পষ্ট লেখা আছে, সত্যের পাশে থাকা উচিত, সত্যিকে লুকনো উচিত নয়৷’

রাহুলের এই মন্তব্যের পরই প্রবল হইহট্টগোল শুরু করেন বিজেপি সহ এনডিএ সাংসদরা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘এই বিষয়টি খুবই গুরুতর৷ গোটা হিন্দু সম্প্রদায়কে হিংসা ছড়ানোয় অভিযুক্ত করা ঠিক নয়৷ প্রধানমন্ত্রীর এই মন্তব্য শুনেই ফের উঠে দাঁড়ান রাহুল৷ তিনি বলেন, আমি বিজেপি এবং আপনাকে বলেছি৷ নরেন্দ্র মোদি, বিজেপি এবং আরএসএস পুরো হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করেন না৷’

এর আগে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে রাহুল গান্ধি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর তো ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে৷ তিনি সরাসরি ভগবানের সঙ্গে কথা বলেন৷ পরমাত্মা মোদিজির আত্মার সঙ্গে সরাসরি কথা বলেন৷ আমরা মানুষ, আমাদের জন্ম মৃত্যু আছে৷ কিন্তু প্রধানমন্ত্রী তো নন বায়োলজিক্যাল৷ এবং তাঁর দাবি মহাত্মা গান্ধি মৃত এবং তাঁকে বাঁচিয়ে তুলেছে একটি সিনেমা৷ কতটা ঔদ্ধত্য এবং উপেক্ষা থাকলে এই কথা বলা যায়? গান্ধিজির মৃত্যু হয়নি৷ তিনি এখনও আমাদের মধ্যে ভীষণ ভাবে জীবিত আছেন৷’

অগ্নিবীর ইস্যুতেও কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদির সমালোচনা করেন রাহুল গান্ধি৷ বিরোধী দলনেতা বলেন, ‘ছোট একটি পরিবারের সন্তান অগ্নিবীর হয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে শহিদ হলেন৷ আমি এখানে দাঁড়িয়ে তাঁকে শহিদ বলছি৷ কিন্তু ভারত সরকার, নরেন্দ্র মোদি তাঁকে শহিদ বলেন না, অগ্নিবীর বলেন৷ ওই পরিবারটি পেনশন, ক্ষতিপূরণ কিছুই পাবে না৷ ওই শহিদের তিন বোন একসঙ্গে কাঁদছিলেন৷ সাধারণ এক সৈনিক পেনশন পাবেন, কিন্তু অগ্নিবীরকে সেনা জওয়ান বলা যাবে না৷ অগ্নিবীর ইউজ অ্যান্ড থ্রো শ্রমিকের মতো৷ দু জন সেনার মধ্যে তফাত গড়ছেন, আবার নিজেদের দেশভক্ত বলেন৷ এ কেমন দেশভক্তি?’

রাহুলের এই অভিযোগের প্রতিবাদ করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেন, ভুল তথ্য দিয়ে সংসদকে বিভ্রান্ত করা হচ্ছে৷ কোনও অগ্নিবীরের জওয়ান শহিদ হলে তাঁর পরিবারকে এক কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়৷ সেই সময় কংগ্রেস সাংসদরা শাসক শিবিরের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন, একজনই গোটা মন্ত্রিসভার ঘাম ছুটিয়ে দিচ্ছে!

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ।

People are also reading