হোম পিছনে ফিরে যান

হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান কারাগারে

boishakhionline.com 3 দিন আগে

প্রকাশিত: ০২-০৭-২০২৪ ০১:৫৬

আপডেট: ০২-০৭-২০২৪ ০১:৫৬

জামালপুর সংবাদদাতা: জামালপুরে সার ব্যবসায়ী হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (পহেলা জুলাই) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই আদেশ দেন।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত সরকারী কৌসুলী (পিপি) আনোয়ার হোসেন আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২০ সালের ২৫ শে এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে দুর্বৃত্তদের হামলায় আহত হয় সার ব্যবসায়ী নওশের আলী। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই হত্যা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রিমুর নাম উঠে আসে। পরে তিনি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে নেন। জামিনের মেয়াদ শেষে তিনি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। আদালতে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

People are also reading