হোম পিছনে ফিরে যান

গাজায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়াল

bonikbarta.net 2024/10/6

ছবি: রয়টার্স

ব্রাহ্মণবাড়িয়ায় চার আসামির মৃত্যুদণ্ড ১০ জনের যাবজ্জীবন

ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। ৭ অক্টোবরের পর থেকে চলমান এই হামলায় আহত হয়েছেন ৮৭ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক। অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্নত ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছে মধ্য প্রাচ্যের সংবাদ সংস্থা আল জাজিরা। 

বৃহস্পতিবার (৪ জুলাই) অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৮ জন নিহত এবং আরো ১৭৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

এদিকে একের পর এক ব্যর্থ হচ্ছে  ইসরায়েল-গাজা যুদ্ধবিরতির সব আলোচনা। যুদ্ধবিরতি আলোচনার অচলাবস্থার জন্য উভয়পক্ষই একে অন্যকে দায়ী করছে।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

 

 

People are also reading